খেলা
আন্দোলনকারীদের পাশে এবার মাহমুদউল্লাহ, চাইলেন দ্রুত সমাধান
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫৯ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে দেশের ইতিহাসে ভয়াবহ সময় অতিক্রম করছেন সাধারণ মানুষ থেকে ছাত্রসমাজ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বেপরোয়া হামলা চালায় ছাত্রলীগ। নিহতও হয়েছেন অন্তত ১০। আহত হচ্ছেন শত শত শিক্ষার্থী। এবার সেসকল শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করা এই আন্দোলনের সমাধান চান টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কোটা আন্দোলন দ্রুত সমাধানের আশা তুলে ধরেন তিনি তার পোস্টে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ওই পোস্টে মাহমুদউল্লাহ লিখেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনো ভাবেই কাম্য নয় কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমীন।’
মাহমুদুল্লাহ রিয়াদের এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দিনে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটার লিটন দাসও নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এর আগে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত, তাওহীদ হৃদয় এবং শরীফুল ইসলাম সহ অনেকেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।