ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

রাজনীতি

ছাত্রলীগের টর্চার সেলে ইসলামী ছাত্র আন্দোলন নেতার উপর নির্যাতন ও মিথ্যা স্টেটমেন্ট ভিডিও ধারণের অভিযোগ

অনলাইন ডেস্ক

(৪ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন

mzamin

ছাত্রলীগের টর্চার সেলে ইসলামী ছাত্র আন্দোলন নেতা কিফায়াতুল্লাহ বিন সাঈফের উপর অমানুষিক নির্যাতন ও মিথ্যা স্টেটমেন্ট ভিডিও ধারণের অভিযোগ করেছে সংগঠনটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন জানায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ঢাকা মহানগর দক্ষিণের তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক এবং সংগঠনের মুবাল্লিগ প্রত্যাশী কিফায়াতুল্লাহ বিন সাঈফ মঙ্গলবার (১৬ই জুলাই) বিকেল ৫টার দিকে শাহবাগ থেকে লালবাগের দিকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার পথে টিএসসিতে তাকে আটকিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মাজহারুল কবির শয়ন মোবাইল ফোন চেক করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র দায়িত্বশীল পরিচয় নিশ্চিত হলে তাকে টিএসসির অভ্যন্তরে ছাত্রলীগের টর্চার সেলে নিয়ে প্রায় ২ঘন্টা ধরে দুই হাতের বাহুতে, পিঠে ও পায়ে স্ট্যাম্প দিয়ে পালাক্রমে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তার থেকে মিথ্যা ভিডিও স্টেটমেন্ট নেয়। 
এ সময় ভিডিওতে নিজেকে জঙ্গি সংগঠনে সম্পৃক্ত এবং ককটেল বহনকারী হিসেবে পরিচয় দিতে বাধ্য করে। পরবর্তীতে ভিডিও বক্তব্য নেয়া শেষে সন্ধ্যা ৭টায় তাকে মুমূর্ষ অবস্থায় ছেড়ে দেয়। কিফায়াত তাৎক্ষণিক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অফিসে এলে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। 
ছাত্রলীগের ধারাবাহিক এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধের দাবী জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী ও সেক্রেটারী জেনারেল মুনতাসির আহমদ।
 

পাঠকের মতামত

এদের বাংলা সারা দরকার।

রাফি
১৭ জুলাই ২০২৪, বুধবার, ৪:১১ অপরাহ্ন

ধিক্কার জানাই ছাত্র নামধারী সন্ত্রাসীদের। ওরা জানে না বাবা মা কত কষ্ট করে তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান‌। আর কুলাঙ্গাররা রাজনীতি নামক ছত্রছায়ায় মেধাবী ছাত্র ছাত্রীদেরকে মারপিট, এমন কি‌ হত্যা করে।

Moshiur Rahman
১৭ জুলাই ২০২৪, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status