ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তিন বিভাগে বাফুফের ‘ফুটবল ফর হেলথ’

স্পোর্টস রিপোর্টার
১৭ জুলাই ২০২৪, বুধবার
mzamin

বর্তমান প্রজন্ম বর্তমানে মোবাইলে আসক্ত। অনেক পরিবার বাচ্চাদের খেলাধুলা শেখাতে চাইলেও নেই সেই সুযোগ। এই চাহিদা অনুভব করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চালু করেছে ‘ফুটবল ফর হেলথ’। বাফুফে ভবনের পাশে আর্টিফিশিয়াল টার্ফে ‘ফুটবল ফর হেলথ’-এর আওতায় বৃহস্পতি, শুক্র ও শনিবার শিশু-কিশোররা ফুটবল উৎসবে মেতে উঠেন। কয়েক মাসের ব্যবধানে এই একাডেমি বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ করে সচেতন অভিভাবক সমাজ বাফুফের এই উদ্যোগে অত্যন্ত সক্রিয়। তাই ঢাকার মতো তিন বিভাগীয় শহর রাজশাহী, সিলেট ও খুলনায় ‘ফুটবল ফর হেলথ’ নামে একাডেমি চালু করছে বাফুফে। গতকাল দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন বাফুফের ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই তিন বিভাগীয় শহরে জেলা স্টেডিয়ামে শুরু হবে ফুটবল ফর হেলথ কার্যক্রম। ৮-১১ বছর ও ১১-১৪ বছর বয়সী আগ্রহীরা ৪৫ জন করে ভর্তি হতে পারবে। ঢাকার মতো তিন বিভাগীয় শহরেও মাসিক ফি ৩ হাজার টাকা ধার্য করেছে বাফুফে। সিলেট, রাজশাহী ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন ভর্তি ও অনুশীলন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবে। এই তিন জেলা ফুটবল এসোসিয়েশনের অফিস ছাড়াও বাফুফের পেজও ভর্তি ফরম থাকবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলবে। বাফুফে এই তিন শহরে একাডেমির জন্য কোচ দিবে। বাফুফের ফুটবল ফর হেলথ স্লোগানের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চায়। বাফুফে এই উদ্যোগ নেয়ায় অনেক বাচ্চাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।’ ঢাকায় এই অনাবাসিক একাডেমির জন্য আবার টুর্নামেন্টও আয়োজন করে বাফুফে। এই একাডেমি থেকে কোনো মেধাবী ফুটবলারের সন্ধান মিললে অথবা কেউ পেশাদার ফুটবল হতে চাইলে এলিট একাডেমিতে ট্রায়াল দিতে পারবে। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান মানিকসহ কমিটির অনেক উপস্থিত ছিলেন।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status