বিশ্বজমিন
ওমানে বন্দুক হামলায় নিহত ৪
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫১ অপরাহ্ন

ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল-ওয়াদি আল-কাবির নামক এলাকয় একটি মসজিদের কাছে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যেই এ বিষয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশ। তারা জানিয়েছে সেখানে এক ব্যক্তি একটি বন্দুক দিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের বিবৃতিতে বলেছে, পরিস্থিতি মোকাবিলায় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে এবং তদন্তের অংশ হিসেবে আলামত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
আরব উপসাগরের পারে অবস্থিত মুসলিম দেশ ওমান। দেশটিতে এমন সহিংসতার ঘটনা বিরল। পুলিশ এখনও হামলাকারী বা এই হামলার উদ্দেশ্য জানাতে পারেনি।
পাঠকের মতামত
ওমান একটি শান্তির দেশ। আমি বেশ কিছুদিন ছিলাম। এমন ঘটনা সত্যি-ই বিরল।
আশ্চর্য হলাম এমন ঘটনার জন্য । মারামারি পাকিস্তান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশে নিত্য নৈমিত্তিক হলেও এমন নজির ওমানে কখনও শুনিনি ।
We can't think,such kinds of gun Firing will happen in Oman Because Oman is always a peaceful country.