বিনোদন
ফেসবুক থেকে নেয়া
আফজালের কণ্ঠে আক্ষেপের সুর
স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার
নন্দিত অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমাঝেই নানা বিষয় নিয়ে লেখালেখি করতে দেখা যায় তাকে। গতকাল নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। যেখানে আক্ষেপের সুরে তিনি লিখেন, ‘দেশ অনেক বদলে গেছে। বদলে গেছে বহু মানুষই। একটু ভালো জীবনের আশায় শত চেষ্টা করেও কোটি কোটি মানুষের ভাগ্য বা কপাল বদলায়নি, বদলেছে কপালের খানিকটা উপরের দিক। হয় কপালে পড়েছে ভাঁজ অথবা মাথার চুল হতাশার ঠ্যালা গুঁতোয় হয়েছে উধাও। তিনি আরও যোগ করেন, কষ্টের জীবন নিয়ে মানুষের অতো ক্ষোভ অশান্তি ছিল না- ক্ষোভ আর অশান্তি মন্দ মানুষদের নিয়ে- যাদের চাওয়া অশেষ, পাওয়ারও শেষ নেই। ঘোরতর অন্যায় তারা হাসতে হাসতে করতে পারে। অথচ যারা সাধারণ- অন্যায়ের দিকে এক পা বাড়াতে কেঁপে মরে। ভাবে, অন্যায় যদি করি- দেশের আইন গলা চেপে ধরবে আবার উপরঅলাও শেষবিচারের দিন এক চুলও ছাড় দেবেন না। দেশের চোর-ডাকাতগুলোর কলিজা বড়। তারা দেশের আইন বা আল্লাহ- কিছুরই ভয় করে না। ভাবে, আমি আমরা সবাইকে তুষ্ট করেই যা করার করছি। অন্যায়কারী অন্যায় একা করে না, অনেককে দিয়ে থুয়েই করে- সেটাই তাদের সাহস ও শক্তি জোগায়।’
পাঠকের মতামত
VHOY SOTTO KE SORASORI BOLTA BADA DEI
আমার যৌবনের নায়ক
100% right
চমৎকার বিশ্লেষণ
আপনার উপলব্ধির জন্য ধন্যবাদ। আমরা কি আপনার কাছ থেকে একটি গনতান্ত্রিক রাষ্ট্রের আবেদন প্রত্যাশা করতে পারি না??