বিনোদন
আপ্লুত জায়েদ খান
স্টাফ রিপোর্টার
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার
প্রথমবারের মতো কানাডা সফরে রয়েছেন নায়ক জায়েদ খান। দেশটির ক্যালগারিতে রোববার পারফর্ম করার সময় এক নারী ভক্ত জায়েদ খানের ছবি সংবলিত টি-শার্ট পরে দৌড়ে স্টেজে উঠেন। যা দেখে বিস্মিত হয়েছেন নায়ক। তিনি জানান, মঞ্চে পারফর্মের মধ্যেই তিনি দেখতে পান কানাডা প্রবাসী এক নারী তার ছবি ছাপানো টি-শার্ট পরে দৌড়ে স্টেজে আসছেন। তিনি বলেন, ১৪ বছরের এক বাচ্চাও নিজে টাকা জমিয়ে আমার জন্য টি-শার্ট ও ব্যাগ উপহার এনেছে। আমি আসলে আপ্লুত এই ভালোবাসায়।
পাঠকের মতামত
এই কাজটা তার কোনো আত্নীয় কিংবা তাদের বাচ্চাকে দিয়ে করিয়ে নিয়েছে বলে আমার মনে হচ্ছে। কোন ছবির নায়ক তা কি দেশের মানুষ জানে?
বাংলাদেশের একমাত্র নায়ক যার কোন সিনেমার নাম বোধকরি কোন সিনেমা পাগল দর্শকও বলতে পারবেন না!