খেলা
যে কারণে সোয়া একঘন্টা দেরিতে শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল
স্পোর্টস ডেস্ক
(১১ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৬ অপরাহ্ন

কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ফাইনাল শুরুতেআধাঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। পরে আরও পেছায় ৪৫ মিনিট। সবমিলিয়ে ১ ঘন্টা ১৫ মিনিট পেছানো হয় ফাইনাল। স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। দেখা যায় অনেক দর্শক টিকেট নিয়ে বাইরে অপেক্ষা করছে। আর বিনা টিকেটে স্টেডিয়ামে ঢুকে পরেছে অনেকে।
চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধঘন্টার জন্য। পরে আরও পনের মিনিট পিছিয়ে দেয়া হয় এই ফাইনাল। পরবর্তীতে আরও ৩০মিনিট পেছানো হয় ফাইনাল। খেলা শুরু হয় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে। উগ্র ভক্তদের সামাল দিতে এখনো হিমশিম খাচ্ছে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। এখনো চলছে অস্থিরতা। যে কারণে পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচ। সবমিলিয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়েছে শুরু হয় ফাইনাল।