ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দোয়া মাহফিলের মধ্যদিয়ে চট্টগ্রাম নগর বিএনপি’র নবগঠিত আংশিক কমিটির যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৫ জুলাই ২০২৪, সোমবারmzamin

চট্টগ্রাম মহানগর বিএনপি’র নবগঠিত আংশিক কমিটির নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বেগম জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। গত শনিবার বাদ আসর নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এটি গত ৭ই জুলাই ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। দুই সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। দোয়া মাহফিলে নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কিন্তু সরকার তাকে বিদেশে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উপমহাদেশের জনপ্রিয় এই নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার। খালেদা জিয়াকে নিয়ে সরকারের প্রতিহিংসা বেড়েই চলেছে। তার চিকিৎসার জন্য দেশের মানুষ সোচ্চার থাকলেও সরকার অশুভ উদ্দেশ্যে বাধা দিচ্ছে। অথচ বেগম খালেদা জিয়া গণতন্ত্র মুক্তির জন্য নিজের জীবন বাজি রেখেছেন। তাই খালেদা জিয়াকে গৃহবন্দি থেকে মুক্ত করতে আমাদের জীবন বাজি রাখতে হবে। দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ করার কারণেই খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে সরকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র মুক্তির স্বপ্ন দেখা সম্ভব নয়। সবাইকে দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হবে।
নবগঠিত কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে কালক্ষেপণ করেছে সরকার। আওয়ামী লীগ জানে, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কাছে তাদের অন্যায় অত্যাচার টিকবে না। কারণ জিয়া পরিবারের জনপ্রিয়তাকে তারা ভয় পায়। দোয়া মাহফিলে মহানগর বিএনপি নেতা আলহাজ এম এ আজিজ, এডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, শামসুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, হারুন জামান, হাজী মো. আলী, এম এ হান্নান, এডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মো. খান, জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপনসহ ১৫টি থানা ৪৩টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status