দেশ বিদেশ
গান কবিতা ও স্মৃতিচারণায় শব্দসৈনিক বুলবুল মহলানবীশকে স্মরণ
স্টাফ রিপোর্টার
১৫ জুলাই ২০২৪, সোমবার
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বুলবুল মহলানবীশ-এর প্রথম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন তার স্বজন ও সারথীরা। স্বপ্নকুঁড়ির আয়োজনে কাওরান বাজারস্থ পূর্বাপর কার্যালয়ে আয়োজিত বুলবুল মহলানবীশের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সঙ্গীত ভুবনের অনেকেই। কবি ও সিনিয়র সাংবাদিক নাসির আহমেদ স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঙ্গীত শিল্পী ও সংগঠক হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বুলবুল মহলানবীশের বর্ণাঢ্য জীবন নিয়ে কথা বলেন কবি শ্যামসুন্দর সিকদার, শিল্পীর সহযোদ্ধা মনোয়ার হোসেন খান, কবি অনিন্দিতা আবদুল্লাহ, কবি কামরুল হাসান, কবি লিলি হক, কবি জেবুন্নেসা হেলেন, কবি মামুন খান, শিল্পী শওকত হোসেন, হাসিবুল হাসান, ও মিজান চৌধুরী। সংগীতের মধ্যদিয়ে শিল্পীর প্রতি সম্মান জানান প্রদীপ নন্দী, মাইনুল আহসান বাবুল ও এমএ মোমিন।