ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

সমালোচনার ঝড়

স্টাফ রিপোর্টার
১৪ জুলাই ২০২৪, রবিবার
mzamin

নানা রকম বিতর্ক রয়েছে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস্‌ গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি নিয়ে। বর্তমানে এর সভাপতি অনন্ত হীরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। এরই মধ্যে তাদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। ক’দিন আগে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্‌ অর্গানাইজেশন্স (এফটিপিও) এগিয়ে এলেও হয়নি সমাধান। এর মাঝে নতুন বিতর্কে জড়ালো সংগঠনটি। এর প্রতিষ্ঠাবার্ষিকীর একটি রুচিহীন নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১০ই জুলাই ছিল ডিরেক্টরস্‌ গিল্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ‘দুষ্টু কোকিল’ গানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলসহ বেশ কয়েকজন নাচছেন। সঙ্গে রয়েছেন কয়েকজন তরুণ-তরুণী। যদিও তাদের বেশির ভাগই অপরিচিত। নেটমাধ্যমের অনেকেই বলছেন, তাদের এমন নাচের অঙ্গভঙ্গি ছিল দৃষ্টিকটু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের নেতারা। বিভিন্ন নাট্য নির্মাতা ও শিল্পীরাই সমাজ মাধ্যমে সংগঠনটির সমালোচনা করেছেন। নির্মাতা এসএ হক অলীক ফেসবুকে লিখেছেন, ছি ছি ছি! এইটা আমার প্রাণের সংগঠনের আয়োজন! শ্রদ্ধেয় মামুনুর রশীদ আঙ্কেল সত্যিই বলেছিলেন-রুচির দুর্ভিক্ষ! নির্মাতা চয়নিকা চৌধুরী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এইটা কী দেখছি? এইসব কি? ইনারা কে? পরিচালকরা কই? এটা যদি ডিরেক্টরস্‌ গিল্ড এর প্রোগ্রাম হয় তবে বলতে হবে রুচির দুর্ভিক্ষ। যারা প্রতিষ্ঠা করেছেন তারা কী ভাবছেন বা  মনের অবস্থা কি তাই ভাবছি। মোস্তফা মনোয়ার আঙ্কেল, মামুনুর রশীদ আংকেল, নাসিরুদ্দিন ইউসুফ  বাচ্চু ভাই, গাজী রাকায়েত ভাই, সাইদুল আনাম টুটুল ভাই। আহারে কী সুন্দর একটা প্রতিষ্ঠান ছিল। অভিনেত্রী শামীমা তুষ্টি লিখেছেন, লজ্জা, লজ্জা। নির্মাতা শিহাব শাহীন লিখেন, এরা কারা। কাউকেই তো চিনি না। শুধু নির্মাতা কিংবা শিল্পীরাই নন, এমন কাণ্ডে অবাক হয়েছেন সাধারণ দর্শকও। তারাও এ ভিডিও’র মন্তব্য ঘরে সমালোচনা করেছেন সংগঠনটির এ রকম কাণ্ডে। যদিও বিষয়টি নিয়ে এ সংগঠনের দু’-একজনও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের একজন মানবজমিনকে জানান, এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে আমি নিজেও ছিলাম না। কিন্তু হঠাৎ করে এ রকমটা হয়ে গেছে। বিষয়টি আসলে বিব্রতকর। 
 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status