খেলা
পরিবার পরিত্যাগ করায় এক বছরের কারাদণ্ড এভরার
স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, রবিবার
ফ্রান্স জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার প্যাট্রিস এভরাকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন নঁতের ফৌজদারি আদালত। এভরার আইনজীবীর বরাত দিয়ে খবরটি দিয়েছে ফ্রান্সের পত্রিকা লা পারিসিয়ান। এই এক বছরের কারাদণ্ডের সঙ্গে এভরাকে আরও দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রীর মানসিক ক্ষতির জন্য চার হাজার এবং আইনি লড়াইয়ের ব্যয় বাবদ আরও দুই হাজার ইউরো জরিমানাও করা হয়েছে এভরাকে। ২০২১ সালের ১লা মে থেকে ২০২৩ সালের ২৮শে সেপ্টেম্বরের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে পরিত্যাগ করার অভিযোগে এই শাস্তি পেয়েছেন এভরা। এই শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করেছেন ৪৩ বছর বয়সী সাবেক ফুটবলার। আদালত এভরার শাস্তি ঘোষণার পর একটি সূত্র সরকারি কৌঁসুলি নাথালিয়ে দুবোইসের বক্তব্য লা পারিসিয়ানকে জানিয়েছেন। দুবোইস বলেছেন, ‘এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি আশা করছি যে এর মাধ্যমে এভরার পরিবার অবশেষে বুঝতে পারবে যে তিনি আইনের ঊর্ধ্বে নন। একই সঙ্গে আমরা সবাই বুঝতে পারবো যে আমরা হুটহাট আমাদের স্ত্রী আর সন্তানদের পরিত্যাগ করতে পারি না।’ দুবোইস যেন এরপর এভরাকে তার অতীত মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে এটা বলার চেষ্টা করেছেন যে এভরা অকৃতজ্ঞ একজন মানুষ। দুবোইস বলেছেন, ‘এমনকি তাদের (এভরা ও তার স্ত্রী সান্দ্রা) যখন পরিচয় হয়, তখন তাদের বয়স ছিল মাত্র ১৫ বছর। এভরার ফুটবল ক্যারিয়ারকে সমর্থন জুগিয়ে যেতে সেই বয়স থেকে তিনি (সান্দ্রা) তার সঙ্গে বিশ্বের নানা প্রান্তে বিচরণ করেছেন।’ আইনি ঝামেলায় পড়া এভরার জন্য অবশ্য এটাই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারিতে সমকামিতা নিয়ে একজনকে অপমান করে প্যারিসের পুলিশি আদালতের মুখোমুখি হয়েছিলেন এভরা। এ কারণেই হয়তো জেল-জরিমানার শাস্তিকে তিনি ভয় পান না। নঁতের আদালত তার শাস্তি ঘোষণার পর এভরা ইনস্টাগ্রামে যে একটি ভিডিও পোস্ট করেছেন, সেটাতেও এটাই স্পষ্ট হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, দুই হাতে হাতকড়া লাগিয়ে এবং জেলের পোশাক পরে এভরা বাস্কেটবল খেলছেন। বল বাস্কেটে ফেলে একটি র্যাপ গানের সঙ্গে নাচছেন। ভিডিওটি দিয়ে এভরা লিখেছেন, ‘এই বাজে খবরটা আমায় বন্ধ করতে দিন; দেখুন, কারাগারে আমি কতটা উপভোগ করেছি।’ এরপর হাসির তিনটি ইমোজি দিয়েছেন এভরা।