ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

বিয়ে নয় এলাহি কাণ্ড

মানবজমিন ডেস্ক
১৪ জুলাই ২০২৪, রবিবারmzamin

এক রাজকীয় বিয়ে। আর এলাহি কাণ্ড। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অন্ত আম্বানির বিয়েতে মুম্বই মেতে আছে। পাত্রী ভারতের ফার্মা টাইকুন বীরন এবং শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। তাদের বিয়েতে কী আছে সেটার চেয়ে প্রশ্ন করা যেতে পারে কী নেই। অতিথির তালিকায় উপস্থিত হয়েছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তার স্ত্রী চেরি ব্লেয়ার, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, পপ তারকা রিহানা, জাস্টিন বিবার, যুক্তরাষ্ট্রের রেসলার ও অভিনেতা জন সিনা, মেটা কোম্পানির মার্ক জাকারবার্গ, মাইক্রোসফটের বিল গেটস, বলিউড তারকা সালমান খান, জাহ্নবি থেকে এন্তার তারকারা। ফলে তারায় তারায় ভরে উঠেছে এই বিয়ে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক উঠেছে। বলা হচ্ছে, দেশে যখন অসংখ্য মানুষ দারিদ্র্যে বসবাস করছেন, তখন এই অর্থ উড়ানো কতোটুকু মানবিক! অনলাইন বিবিসি বলছে, কয়েক মাস ধরে চলছে বিলাসবহুল এই বিয়ের অনুষ্ঠান। সর্বশেষ চারদিনের ধামাকা পর্ব চলছে। শুক্রবার থেকে শুরু হয়ে সোমবার শেষ হচ্ছে এর আনুষ্ঠানিকতা। মার্চ থেকে শুরু হয় পারিবারিক এই অনুষ্ঠান। সোমবার অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কয়েক ঘণ্টার জন্য মুম্বইয়ের গুরুত্বপূর্ণ কতোগুলো সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে নগরের অধিবাসীদেরকে পড়তে হচ্ছে বিপাকে। 

গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়ায় তাদের চলাফেরায় মারাত্মক সমস্যা হচ্ছে। বিশেষ করে অতিবৃষ্টিতে বেশির ভাগ সড়ক পানির নিচে। ফলে নগরবাসী এ বিয়েকে বিয়ে হিসেবে দেখছেন না। তারা মনে করছেন এটা হলো এমন এক প্রদর্শনী যার মধ্যদিয়ে দেখানো হচ্ছে প্রাচুর্য্যরে আধিপত্য। এর কোনো শেষ নেই যেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আপডেটে সয়লাব। এতে বলিউডের যেসব তারকারা যোগ দিচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন- তাদের বিষয়ে লোকজন মিনিটে মিনিটে আপডেট জানাচ্ছেন। শুক্রবার ছিল বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এদিন বিলাসবহুল একটি লাল গাড়িতে বাসা ছাড়েন বর। তার গাড়িটি সাদা ফুলে সাজানো ছিল। এ সময় গাড়িটি ঘিরে অতিথিরা নাচতে শুরু করেন। ফুলে ফুলে সাজানো একটি গাড়ির বহর এবং পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি বরের পেছন পেছন গান বাজিয়ে, উল্লাস করতে করতে ছুটে যান। স্থানীয়ভাবে এর নাম বরাত। যাকে বলা হয়, বরযাত্রা। এই যাত্রা গিয়ে শেষ হয় বিয়ের ভেন্যুতে। এটি একটি কনভেনশন সেন্টার। এরও মালিক আম্বানিরা। কনভেনশন সেন্টারে বলিউডের বেশ কয়েকজন তারকা যোগ দেন এবং তারাও নাচগান করতে থাকেন।  কনভেনশন সেন্টারে বর-কনে মালা বিনিময় করেন। এর মধ্যদিয়ে শুরু হয়ে যায় বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় আগুন সাক্ষী রেখে সাতপাকে ঘোরার কথা। শনিবার নতুন এই বরকনেকে আনুষ্ঠানিকভাবে আশীর্বাদ জানান অতিথিরা। এর আগে সেখানে একটি গ্রান্ড পার্টি হয়। তাতে পারফর্ম করার কথা পপ তারকা ড্রেক, লানা ডেল রে এবং আদেলে’র। 

ফোর্বস ম্যাগাজিনের হিসাবে বিশ্বের ১০তম শীর্ষ ধনী মুকেশ আম্বানি (৬৬)। তার নিট সম্পদের পরিমাণ ১১৫০০ কোটি ডলারের। ১৯৬৬ সালে তার পিতা প্রতিষ্ঠা করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এটি একটি বিশাল প্রতিষ্ঠান। এখান থেকে পেট্রোলিয়াম থেকে শুরু করে খুচরা বিক্রি, আর্থিক সেবা এবং টেলিকম খাতে কর্মকাণ্ড পরিচালনা করা হয়। মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে অনন্ত আম্বানি সবচেয়ে ছোট। তিন সন্তানের সবাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পরিষদে আছেন। ২৯ বছর বয়সী অনন্ত আম্বানি যুক্ত আছেন রিলায়েন্সের জ্বালানি বাণিজ্যের সঙ্গে। একই সঙ্গে রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনা পরিষদেও আছেন তিনি। এই বিয়েতে আম্বানি পরিবার কতো অর্থ খরচ করছে, তা প্রকাশ করা হয়নি। কিন্তু বিয়ের যে পরিকল্পনা, তাতে অনুমান করা হয় যে, খরচের অংক ১১০০ কোটি থেকে ১৩০০ কোটি রুপির মধ্যে হতে পারে। কানকথা ছড়িয়ে পড়েছে যে, পপ তারকা রিহানাকেই শুধু পারফরমেন্স করার জন্য পরিশোধ করা হয়েছে ৭০ লাখ ডলার। তবে জাস্টিন বিবারকে দেয়া হয়েছে এক কোটি ডলার। শুক্রবার রাতে প্রথম পারফর্ম করেছেন রিহানা, দিলজিৎ দোসানঝ। বিয়ের আগে জুন মাসে আরেকটি বিলাসবহুল আয়োজন করেছিল আম্বানি পরিবার। ওই সময় তারা ইতালি থেকে ফ্রান্সে যাওয়ার জন্য একটি বিলাসবহুল প্রমোদতরী ভাড়া করে। তাতে পারফর্ম করেন ব্যাকস্ট্রিট বয়েজ, কেটি পেরি, পিটবুল প্রমুখ। উপস্থিত ছিলেন বলিউডের তারকারা ও ক্রিকেটাররা। রিলায়েন্সের একজন নির্বাহী দাবি করেছেন যে, এই ইভেন্ট হলো শক্তিশালী ভারতের প্রতীক, যা দিয়ে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান বোঝাবে। এই নোট সাংবাদিকদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তবে বিরোধী রাজনীতিক থমাস আইজাক বলেন, এটা অশ্লীল পর্যায়ের। আইনগতভাবে এটা তাদের অর্থ। কিন্তু মা পৃথিবী এবং গরিবদের বিরুদ্ধে গিয়ে অতিরিক্ত খরচ করাটাও একটা পাপ।

  এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেক্স সিম্বল হিসেবে পরিচিত কিম কারদাশিয়ান ও তার বোন খোলে কারদাশিয়ান। তাদের ছবি ব্যাপকভাবে অনলাইনে শেয়ার হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, এই দুই বোন স্টাইলিস্টদের একটি টিম সঙ্গে নিয়ে এসেছেন। এর মধ্যে আছেন সেলিব্রেটি হেয়ারস্টাইলিস্ট ক্রিস অ্যাপলটন। বিয়ে উপলক্ষে মুম্বইয়ে গিয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, ভারতে বৃটিশ হাইকমিশনার লিন্ডি ক্যারেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। বেসরকারি বিমানভাড়া বিষয়ক কোম্পানি ক্লাব ওয়ান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজন মেহরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই বিয়ে উপলক্ষে তাদের তিনটি ফলকন-২০০০ জেটবিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। তা ব্যবহার করে অতিথিদের ইভেন্টস্থলে আনা-নেয়া করা হচ্ছে। তিনি বলেন, সব জায়গা থেকেই অতিথি আসছেন। প্রতিটি বিমানকে দেশের বিভিন্ন প্রান্তে কয়েকবার করে ট্রিপ দিতে হচ্ছে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status