দেশ বিদেশ
আদমদীঘিতে দোকানে আগুন ৬ লাখ টাকার ক্ষতি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, শনিবার
বগুড়ার আদমদীঘিতে ভাই-বোন ওয়ার্কশপ নামের একটি দোকানে আগুন লেগে ইলেকট্রিক, ভলকানাইজিং ও মুদি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আপেল মাহমুদ ছাতিয়ানগ্রাম ইউপি’র নিমাইদীঘি গ্রামের বাসিন্দা।
তিনি জানান, চার বছর আগে মালয়েশিয়া থেকে এসে একই গ্রামের জালাল উদ্দীনের কাছ থেকে ঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপসহ ভ্যারাইটিজ দোকান দেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে করে বাড়িতে যান। এরপর রাত আড়াইটার দিকে তার দোকানে আগুন লাগার খবর পান। তিনি এসে দেখেন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও দোকান ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, বুধবার রাতে বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। তাতে ধারণা করছেন দুর্র্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ওই রাতেই আদমদীঘি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আফাজ উদ্দীন মণ্ডল বলেন, যে দোকানটা পুড়ে গেছে ওই দোকানের মধ্যে জ¦ালানি তেল ও গ্যাসসহ নানা ধরনের দাহ্য পদার্থ রাখা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ওই ব্যবসায়ীকে ল্যাইসেন্স নিয়ে পেট্রোল ও গ্যাস বিক্রির কথা বলা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের আগুন নিয়ন্ত্রণে আনার কারণে মার্কেটের অন্য দোকানঘরগুলো রক্ষা পায়।