ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

অনলাইন

বৃটিশ পার্লামেন্টে নজিরবিহীন দৃশ্য!

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন

mzamin

২৯ বছর বয়সী  ভারতীয় বংশোদ্ভূত  শিবানি রাজা এবার বৃটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির হয়ে লেস্টার ইস্ট আসনে জয় পেয়েছেন। গত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল লেস্টার ইস্ট আসন। এবার সেই আসন ছিনিয়ে নিলেন শিবানি। তাঁর প্রতিপক্ষ ছিলেন অপর এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। লেবার পার্টির প্রার্থী রাজেশকে হারিয়ে দিয়েছেন শিবানি। তাঁর পূর্বপুরুষরা গুজরাটের আদি বাসিন্দা। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত শিবানি। তিনি বৃটিশ নাগরিক হলেও, ভারতীয় সংস্কৃতি, হিন্দুধর্মের প্রতি আস্থা বজায় রেখেছেন। আর তাই পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পরই গীতায় হাত রেখে তাঁর শপথগ্রহণ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিবানি লিখেছেন, ‘লেস্টার ইস্টের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে শপথগ্রহণ করতে পারা আমার কাছে সম্মানের। গীতার মাধ্যমে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’  ইতিমধ্যেই ভারতে জনপ্রিয় হয়ে উঠেছেন এই বৃটিশ সংসদ সদস্য।  

২০২২ সালের আগস্ট-সেপ্টেম্বরে লেস্টার শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। এবারের নির্বাচনে সেই আসনে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি হিন্দু প্রার্থী দিয়েছিল। ১৪ হাজার ৫২৬ ভোট পান শিবানি। ১০ হাজার ১০০ ভোট পান রাজেশ আগরওয়াল। ফলে লেস্টার ইস্ট আসনে একজন হিন্দুই জয়ী হলেন। স্থানীয় হিন্দুরা শিবানির জয়ে খুশি। হ্যারো ইস্টের কনজারভেটিভ বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান আবার ভগবত গীতা এবং বাইবেল, দুই নিয়েই শপথ নিলেন। এই প্রতীকী কাজটি বিভিন্ন ধর্মের প্রতি তাঁর সম্মানকে প্রদর্শন হিসেবেই উল্লেখ করেছেন তিনি।

সূত্র: লাইভমিন্ট

পাঠকের মতামত

Where UK stands for Palestine ?

NN
১৫ জুলাই ২০২৪, সোমবার, ৯:০৬ অপরাহ্ন

মুসলিম এমপি টিউলিপ এবং রুশনারা পবিত্র কোরআন স্পর্শ করে শপথ নিয়েছেন কিনা জানার আগ্রহ।

মোহাম্মদ আলী রিফাই
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৪ অপরাহ্ন

এই প্রতীকী কাজটি বিভিন্ন ধর্মের প্রতি তাঁর সম্মানই হয়ে থাকে তাহলে পবিত্র কোরান কোথায় তার শপথে??

MU
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১:২১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

ফারুক খানের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস/ শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না

ছাত্রদের নতুন দল / সদস্য সচিব পদ নিয়ে টানাপোড়েন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status