ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

বদলে যাওয়া পরীমনি

স্টাফ রিপোর্টার
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
mzamin

মানুষ বদলায়। বেঁচে থাকলে ক্ষণে ক্ষণে বদলায়। তার প্রকৃত উদাহরণ হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তিগত কিংবা অভিনয় জীবন- দুই বছরে উল্লেখযোগ্য বদল এসেছে এ নায়িকার মাঝে। যেমন আগে অনেক সময়ই চট করে রেগে যেতেন নানা বিষয়ে। এখন অনেক প্রতিকূল পরিবেশেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেন তিনি। অনেক বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা চললেও তার তোয়াক্কা না করে নিজের মতো করে চলেন এ নায়িকা। ব্যক্তিগত জীবনই শুধু নয়, ক্যারিয়ারে এসেছে তার উল্লেখযোগ্য বদল। সিনেমা এখন অনেক বেছে বেছে করছেন তিনি। প্রস্তাব আসে অনেক, কিন্তু তার মধ্যে থেকে নিজের পছন্দসই কাজটিকেই কেবল বেছে নেন। আগে চিন্তাভাবনা না করেও অনেক কাজ করেছেন, এমনটা পরী নিজেও বলেছেন। কিন্তু এখন আর সেটা হয় না। এদিকে একমাত্র পুত্রের সঙ্গে যোগ হয়েছে পরীমনির কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম। পরীমনির দত্তক নেয়া এই কন্যাসন্তানের দুই মাস উদ্‌যাপন করলেন পরী। সম্প্রতি এর কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেন, প্রজাপ্রতির সংসার! এদিকে পুত্র-কন্যাকে দেয়ার পর বাকি সময়টা কাজেই দিচ্ছেন তিনি। সম্প্রতি তিনি হইচইয়ের জন্য শেষ করেছেন ‘রঙিলা কিতাব’ এর কাজ। এর আগে শুটিং করেছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমার। এরমধ্যেই ভারতের একটি সিনেমার কাজও শেষ করেছেন। 

এর সবক’টির কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে পরীর। এর বাইরে পরীর হাতে রয়েছে ‘খেলা হবে’ শিরোনামের একটি ছবি। পাশাপাশি আরও কয়েকটি নতুন সিনেমার কথাও চলছে। পরীমনি বলেন, আগে অনেক ধরনের ছবি না বুঝে করেছি। এখন আর তেমনটা হয় না। ব্যক্তিগত কিংবা পেশাগতভাবে এখন আমি নিজেকে পরিণত মনে করি। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে নেই। কাজ কম করবো, কিন্তু মনের মতো করবো। আমার দুই সন্তান ঘিরেই এখন আমার জীবন। পাশাপাশি কাজ। এ নিয়েই থাকতে চাই।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status