ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

সরকার দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছে: তানিয়া রব

স্টাফ রিপোর্টার

(১১ মাস আগে) ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৩ অপরাহ্ন

mzamin

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, সরকার বাস্তবতা বিবর্জিত একতরফা বর্ডারবিহীন রাষ্ট্রের কথা বলে মূলত জাতিরাষ্ট্রের সীমানা অস্বীকার করে অন্যদেশের দখলদারিত্বকে উসকে দিচ্ছে যা আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। তিনি বলেন, সরকার ভারতের সঙ্গে অসম সমঝোতা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছে। ক্ষমতা তৃষ্ণায় রাষ্ট্রকে অনিরাপদ করে সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে গিয়ে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে।
আজ ‘বাংলাদেশের স্বার্থবিরোধী ও নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রতিবাদে’ পুরানা পল্টন মোড়ে ঢাকা মহানগর  আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি'র জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব এ কথা বলেন।

তানিয়া রব আরো বলেন, জনগণের নৈতিক সমর্থন না থাকায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও পারস্পরিক জাতীয় স্বার্থকে সংরক্ষণের বৈশ্বিক নীতি ক্ষমতাসীন সরকার অনুসরণ করছে না। ফলে গণবিচ্ছিন্ন, নৈতিকভাবে বিপর্যস্ত সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে একের পর এক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে যাচ্ছে। 
বিরাজিত অবস্থায় মুক্তি সংগ্রামের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারকে অবিলম্বে সকল ধরনের অপ্রয়োজনীয়, অনাবশ্যক ও অসম সমঝোতা স্মারক এবং চুক্তি বাতিল করে পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী। বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কে এম জাবির,জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সভাপতি মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ। উক্ত বিক্ষোভ সমাবেশে  পরিচালনা করেন জেএসডি'র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status