ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫, বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব ১৪৪৬ হিঃ

তথ্য প্রযুক্তি

৩ ক্যাটেগরিতে আইএসও সনদ পেল সেলেক্সট্রা লিমিটেড

স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩১ অপরাহ্ন

mzamin

অতি-সম্প্রতি একসঙ্গে তিনটি আইএসও সনদ পেয়েছে সেলেক্সট্রা লিমিটেড। বিশ্বব্যাপী সমাদৃত আন্তর্জাতিক মানদণ্ডের পর্যবেক্ষণ ও সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বিভিন্ন পর্যায়ে পরিদর্শন ও নিরীক্ষণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেডকে মানসম্মত ব্যবস্থাপনা, পরিবেশবান্ধবতা, মানবসম্পদ স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা; এই তিন বিভাগে আইএসও সনদ প্রদান করে। সেলেক্সট্রা লিমিটেড এখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্ববাজারে মোবাইল ও আইওটি পণ্য উৎপাদন ও রপ্তানিতে সক্ষম। সনদ প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, “এই আইএসও সার্টিফিকেট আমাদের প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের দ্বার উন্মোচন করে দিল। এই অর্জন সম্ভব হয়েছে সেলেক্সট্রার সকল সংশ্লিষ্ট সদস্যের নিরলস পরিশ্রম এবং দলগত সহযোগিতার মাধ্যমে।

অত্যাধুনিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের পণ্য তৈরি নিশ্চিতকরণের মাধ্যমে সেলেক্সট্রা লিমিটেড অর্জন করেছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-৯০০১:২০১৫ সনদ; কাঁচামালের সুষ্ঠু বণ্টন, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও অংশীদারদের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে পেয়েছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-১৪০০১:২০১৫ সনদ, এবং কর্মস্থলে আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী কর্মচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে অর্জন করেছে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমঃ আইএসও-৪৫০০১:২০১৮ সনদ। ইন্টারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গত ২৯ ইন্টারটেক বাংলাদেশের প্রধান কার্যালয়ে সেলেক্সট্রা লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামের হাতে এই তিনটি সনদ তুলে দেন। সনদ গ্রহণের সময় আরও উপস্থিত ছিলেন নকিয়া মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি এর কান্ট্রি ম্যানেজার মশিউর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড ২০২০ সালে একটি মোবাইল ও আইওটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং ২০২৩ সালের ডিসেম্বর মাসে নকিয়া মোবাইল উৎপাদনের মাধ্যমে তাদের উৎপাদন কারখানাটি চালু করে।


 

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status