ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

রাজনীতি

দেশকে পরনির্ভশীল করে ফেলার চক্রান্ত করছে সরকার: ফখরুল

স্টাফ রিপোর্টার

(৩ দিন আগে) ১ জুলাই ২০২৪, সোমবার, ৭:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন

mzamin

সরকার বাংলাদেশকে পরনির্ভশীল করে ফেলার জন্য চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দদেরকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ফখরুল।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা (সরকার) আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলে নাই। সব প্রতারণার আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে চুক্তি ও সমঝোতা তারা স্বাক্ষর করে এসেছে, এরমধ্যে পরিষ্কার করে বলা আছে- এই সমঝোতাগুলোর অর্থ হচ্ছে, অতি অল্প সময়ে মধ্যে বাংলাদেশকে তারা (সরকার) ভারতের কাছে নির্ভরশীল করে ফেলবে। এটা প্রমাণিত হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে যে, তারা যে রেল করিডোর দিচ্ছে- এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তারা বাংলাদেশের মাটিতে রেললাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যহত হবে! অন্যান্য আকাশ, স্থল, নৌপথসহ সব জায়গায় তাদের পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নাই।

বিজ্ঞাপন
বাংলাদেশ কি পেলো, সেটা হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিছু পাইনি।
তিনি বলেন, আমাদের যে পানির হিস্যা, সেই হিস্যাটাই তো পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন যে নদী আছে, তার হিস্যা আমরা পাচ্ছি না। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আর আমরা যেটা বলছি, সেটা সত্য কথা বলছি। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভশীল করে ফেলার জন্য।  

হোলি আর্টিজানে হামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা যেকোনো রকম জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার যেটা করেছে, তারা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধীপক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে। একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে। শাসকগোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠাগুলোকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায়বিচার পায় না। দেশের মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে। এখানে সত্যিকার অর্থে আইনের কোনো সুশাসন নেই। সবমিলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আইনজীবীরা দেশে একটা আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য শপথ নিয়েছেন বলেও জানান ফখরুল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের কর্মসূচি শুরু করবো। দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি। ইনশাআল্লাহ্, আইন ও বিচার বিভাগের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করবো, এজন্য সকল আইনজীবীরা প্রস্তুত হয়ে আছেন।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সিনিয়র আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট ইকবাল হোসেন, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, এডভোকেট সগীর হোসেন লিওন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

সেন্টমার্টিন প্রসঙ্গে ওবায়দুল কাদের/ আক্রান্ত হলে জবাব দেয়া হবে, আমরাও প্রস্তুত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status