ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়তে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ

অর্থনৈতিক রিপোর্টার

(৩ দিন আগে) ২৯ জুন ২০২৪, শনিবার, ৯:৩২ অপরাহ্ন

mzamin

দেশে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিডিয়া বা গণমাধ্যম। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে এবং দেশে সুষ্ঠু ব্যবসায়িক অনুশীলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

শনিবার বিসিসি ও ইআরএফ যৌথভাবে আয়োজিত সেমিনারে বক্তারা এ তথ্য জানান। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা প্রতিষ্ঠায় বিসিসি আইনের বাস্তবায়ন এবং মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, বিসিসি একচেটিয়া বাজার ব্যবস্থা বা কার্টেলের মতো প্রতিযোগিতা বিরোধী আচরণ প্রতিরোধ করে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করছে। এছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে চালিত করতে সহায়তা করছে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিসিসি’র চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, সুষ্ঠু প্রতিযোগিতা, বাজার দক্ষতা, ভোক্তা সুরক্ষা এবং শক্তিশালী প্রতিষ্ঠানের উন্নয়নে কমিশনের প্রচেষ্টা বাংলাদেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ব্যবসায় একটি ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখার জন্য, কমিশন বাজার মনিটরিং সিস্টেমকে শক্তিশালী করেছে এবং প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপের জন্য দায়ের করা মামলাগুলোর তদন্ত সঠিকভাবে পরিচালনা করছে, তিনি উল্লেখ করেন।

বিসিসির সদস্য মো. হাফিজুর রহমান একটি প্রেজেন্টেশনে ‘দ্য কম্পিটিশন অ্যাক্ট ২০১২’ বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন। বিসিসি ৯৭টি মামলা দায়ের করেছে, যার মধ্যে ৫১টি জরিমানা ও শাস্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানি কর্তৃক কমিশন আইনের অপব্যবহার দেখে কমিশন ৭৪টি ‘স্যু মোটো মামলা’ জারি করেছে বলে জানান তিনি। তিনি জোর দিয়েছিলেন যে ভোক্তা প্রতিযোগিতামূলক মূল্যে সেরা পণ্য পাবেন যদি ‘দ্য কম্পিটিশন অ্যাক্ট’ পুরোপুরি কার্যকর করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিসি সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান ও সালমা আক্তার জাহান, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, এসএম জাহাঙ্গীর, সালাউদ্দিন বাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফের যুগ্ম সচিব এসএম মিজানুর রহমান।

বিজ্ঞাপন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status