ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নবীগঞ্জে বন্যার্তদের ত্রাণ বিতরণ বিভাগীয় কমিশনারের

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২৪ জুন ২০২৪, সোমবার

হবিগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার  আবু আহমদ ছিদ্দীকী। গতকাল দুপুরে তিনি বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও সর্বশেষ পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থান করা বন্যা কবলিত শতাধিক  পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন।  তিনি আশ্রয়কেন্দ্র  পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন এলাকার পানিবন্দি লোকজনসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে  মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলি,, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ বাহুবল এর সার্কেল এএসপি আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুস ছামাদ, নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান আহমদসহ  বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status