ঢাকা, ১৭ মার্চ ২০২৫, সোমবার, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

খৃস্টান ধর্মপ্রচারকদের কাছে ভোট চাইলেন ট্রাম্প

মানবজমিন ডেস্ক

(৮ মাস আগে) ২৩ জুন ২০২৪, রবিবার, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২১ অপরাহ্ন

mzamin

এবার খৃস্টান ধর্মপ্রচারকদের কাছে ভোট চেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নভেম্বরে আসন্ন নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হলে ধর্মীয় স্বাধীনাতাকে ‘কঠিনভাবে’ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শনিবার ওয়াশিংটনের একটি কনফারেন্সে বক্তৃতা করার সময় ইভানজেলিকাল খৃস্টানদের গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক এই নেতা তেমন একটা চার্চে যান না। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে শনিবার চার্চের ওই কনফারেন্সে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি খৃস্টান ধর্মপ্রচারকদের এবার ভোটের আহ্বান জানিয়েছেন। এছাড়া এবার ট্রাম্প নির্বাচনে জয়ী হলে তিনি কঠোরভাবে ধর্মীয় স্বাধীনতা রক্ষারও প্রতিশ্রুতি দিয়েছেন। 

ওই কনফারেন্সে ট্রাম্প বলেছেন, ইভানজেলিকাল খৃস্টানরা যতটা ভোট দেওয়া উচিত ততটা তারা ভোট দেন না। এক্ষেত্রে তিনি এবার তাদের শতভাগ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, তারা প্রতি রোববার শুধু গির্জায় যান তবে তারা ভোট দিতে যান না। নিজের বক্তৃতায় ট্রাম্প কৌতুক করে বলেছেন, গত চার বছর আপনারা ভোট দেননি, তাই না? সমস্যা নেই তবে এবার আপনারা যাবেন!

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের মতে, ট্রাম্পের ২০১৬ সালের জয়ের জন্য এবং ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পেছনে ইভানজেলিকাল খৃস্টান ভোটাররা বেশ গুরুত্বপূর্ণ ছিল। ২০১৬ সালে প্রায় ৮৪ শতাংশ ধর্মপ্রচারক তাকে ভোট দিয়েছিলেন। অন্যদিকে ২০২০ সালে এই ভোটের সংখ্যা কম হওয়ায় ট্রাম্পের নির্বাচনী ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছিল। তাই এবার ট্রাম্প খৃস্টান ধর্মপ্রচারকদের ভোট পেতে মরিয়া হয়ে কাজ করছেন। শনিবার ট্রাম্প তাদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। কেননা তিনি আগের বাস্তবতা উপেক্ষা করতে চাচ্ছেন না। 

সমর্থকদের তিনি বলেছেন, আমরা আমাদের স্কুলে, আমাদের সামরিক বাহিনীতে, সরকারে ও কর্মক্ষেত্রে, হাসপাতালে- সবখানে খৃস্টানদের রক্ষা করব। যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেছেন, তিনি ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য সমাজতান্ত্রিক, মার্কসবাদী এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছিলেন যা মার্কিন কোনো রাষ্ট্রপ্রধান করেননি। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status