রাজনীতি
সরকারের উদ্দেশে আমীর খসরু
দেশে দেশে ঘুরে চুক্তি করে লাভ হবে না
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ২২ জুন ২০২৪, শনিবার, ৮:৩৪ অপরাহ্ন

সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে দেশে ঘুরে চুক্তি করে কোনো লাভ হবে না। আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মৌলিক সমস্যা সমাধান করতে হবে। শুক্রবার ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্পতি বিএনপিতে বড় রদবদল নিয়ে আমীর খসরু বলেন, এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। এরসঙ্গে আন্দোলনের কোনো সর্ম্পক নেই। দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত আছে।
বর্তমান ক্ষমতাসীন সরকার পরিকল্পিতভাবে দেশের সকল খাতগুলো ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন খসরু।
গত ২৬ এপ্রিল স্ত্রী তাহেরা আলমসহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। চিকিৎসা শেষে শুক্রবার সস্ত্রীক দেশে ফিরেছেন আমীর খসরু।