বিনোদন
সুপ্ত-ইমুর ‘গ্রেট টাউট’
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৪, শনিবারঈদের নাটক ‘গ্রেট টাউট’। রচনা করেছেন এনডি আকাশ। পরিচালনায় কাজী সাইফ আহমেদ। নাটকের গল্পে দেখা যায়, হাসেম গ্রামের টাউট প্রকৃতির ছেলে। সবাই জানে সে শহরে বড় চাকরি করে। গ্রামের শিক্ষিত, সুন্দরী মেয়ে কবিতা হাসেমের সঙ্গে সম্পর্কে জড়ায়। এদিকে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে। নাটকের গল্প এভাবে এগিয়ে যায়। এতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির প্রমুখ। নাটকটি আগামীকাল রাত ১১.৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।