বিশ্বজমিন
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল, নিহত ৫
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ২১ জুন ২০২৪, শুক্রবার, ৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

ইউরোশিয়ার দেশ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি শহরে ভয়াবহ দাবানলে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সের এক বার্তায় জানিয়েছেন, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলী শহর দিয়ারবাকির এবং মারদিনের মধ্যবর্তী একটি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ দাবানলে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ফসলের খড় পোড়ানোর সময় এই আগুনের সূত্রপাত হয়েছে। পরে তীব্র বাতাসের প্রবাহে আগুন দ্রুত বিস্তার লাভ করে। এতে কোসালান, ইয়াজসিসেগি এবং বাগাসিক গ্রামের বেশকিছু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে রাতের আকাশে বিশাল অগ্নিকাণ্ডের সাথে বিশাল ধোঁয়ার কুণ্ডলি দেখা গিয়েছে।
শুক্রবার সকালে অন্তত চারটি জরুরি উদ্ধারকারী দলের মোট ৩৫ জন সদস্য সংশ্লিষ্ট এলাকাগুলোয় উদ্ধারকাজে যোগ দেন। তারা ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতের শেষভাগে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় ৩০ কিলোমিটার অঞ্চলে এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।