বিশ্বজমিন
‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ইরানের রেভল্যুশনারি গার্ডকে তালিকাভুক্ত করলো কানাডা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২০ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১১ পূর্বাহ্ন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। বুধবার কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়েছে আইআরজিসি ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করার ফলে ইরান সরকারের হাজারো জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। এদের মধ্যে আইআরজিসির কর্মকর্তাও আছেন।
আইআরজিসির প্রায় দুই লাখ সক্রিয় সদস্য রয়েছে।
আইআরজিসির নিজস্ব স্থল, নৌ ও বিমানবাহিনী রয়েছে। তারা ইরানের কৌশলগত অস্ত্রের তদারক করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ছাড়া দেশটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।
কুদস ফোর্স নামে আইআরজিসির একটি শাখা আছে। এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযানসহ তৎপরতা চালায় ইরান। কুদস ফোর্সকে আগেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা। তবে গতকাল তারা পুরো আইআরজিসিকেই ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকাভুক্ত করল।
পাঠকের মতামত
IDF কে সবার আগে করলে বুঝতাম আপনারা মানবতার পক্ষে। ভন্ডামী বাদ দেন।
মিঃ বুশ ঠিকই বলেছিলেন, হয় তুমি আমার পক্ষে না হয় শত্রুর পক্ষে। পরিশেষে পৃথিবীর সকল যুদ্ধ-বিবাদ সত্য আর মিথ্যার মধ্যেই বিভাজিত, যতই মুখরোচক প্যাকেটে উপস্থাপন করা হোক না কেন।