ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ভেঘোর্স্টের গোলে নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১০:০৫ অপরাহ্ন

mzamin

জাতীয় দলের হয়ে বেশিরভাগ ম্যাচে  বদলি হিসেবে নামেন। গোলগুলোও করেন ব্যবধান গড়ে দেওয়া। আরও একবার সেটাই করলেন ডাউট ভেঘোর্স্ট। আর তাতে পোল্যান্ডকে হারিয়ে ইউরোর চলতি আসরে শুভ সূচনা করলো নেদারল্যান্ডস।

আজ ইউরোর ম্যাচে পোলিশদের ২-১ গোলে হারায় ডাচরা। আদাম বুকসার গোলে পোল্যান্ড এগিয়ে যাওয়ার পর সমতা টানেন কোডি হাকপো। শেষ দিকে ব্যবধান গড়ে দেন ভেঘোর্স্ট।

কিন্তু ম্যাচের ১৫তম মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় পোল্যান্ড। কর্নার থেকে পিওতর জিয়েলিনস্কির নেওয়া শটে দারুণ হেডে বল জালে জড়ান অ্যাডাম বুকসা। 

তবে সমতা ফেরাতে খুব বেশি সময় নেয়নি ডাচরা। ২৯তম মিনিটে ডাচদের ম্যাচে ফেরান লিভারপুল তারকা কোডি গাকপো।

পোল্যান্ডের বিপক্ষে আজও বদলি নেমেছেন ভেঘোর্স্ট। ৮১তম মিনিটে নেমে ৮৩তম মিনিটেই গোল করেন তিনি। তার এই গোলটাই ম্যাচের ভাগ্যও গড়ে দিয়েছে। 

বিজ্ঞাপন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status