ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

শিল্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৪, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৪ অপরাহ্ন

mzamin

ফের আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রা। মুম্বইয়ের বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী পৃথ্বীরাজ সরেমাল কোঠারিকে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ইতোমধ্যে মুম্বই দায়রা আদালত এই তারকা দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। সেই ব্যবসায়ীর অভিযোগ, ২০১৪ সালে  শিল্পা ও রাজের কোম্পানির পক্ষ থেকে একটি গোল্ড লোনের স্কিম চালু করা হয়, সেই গোল্ড লোনের নাম ‘সত্যযুগ গোল্ড’। তারা তাকে এই লোনে বিনিয়োগের জন্য প্ররোচিত করেছিল। এই লোনে অনেকেই বিনিয়োগ করেন। মূলত শিল্পা, রাজ ও তাদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার ফলেই পৃথ্বীরাজও এই স্কিমের বৈধতা যাচাই না করে প্রায় ৯০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। ভেবেছিলেন সঠিক সময় সোনা পেয়ে যাবেন। কিন্তু তা হয়নি। ৫ বছর পরেও শিল্পা এবং রাজের কোম্পানি সেই প্রতিশ্রুতি পূরণ করেনি।

বিজ্ঞাপন
পৃথ্বীরাজ সরেমাল কোঠারির অভিযোগ, এই স্কিম অনুসারে ২০১৯ সালের ২ এপ্রিল ৫ বছর পূর্ণ হলে তাকে ৫০০০ গ্রাম ২৪-ক্যারেট সোনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে তিনি টাকা অগ্রিম দেওয়া সত্ত্বেও সোনা পাননি। প্রতারিত হয়ে তিনি মুম্বই পুলিশকে অভিযোগ জানান এবং তদন্তের দাবি করেন। তিনি প্রমাণস্বরুপ শিল্পার সই করা একটি কভারিং লেটার এবং 'সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড'-এর পক্ষ থেকে দেওয়া একটি চালান-সহ আরও নানা বিধ নথিপত্র দেখিয়েছেন। মুম্বই সেশনস কোর্ট এই মামলার তদন্তের নির্দেশ দিয়েছে। এর আগে আইপিএল বেটিং, অশ্লীল ছবি, বিটকয়েন জালিয়াতি মামলার বির্তকে জড়িয়েছিলেন এই দম্পতি।

পাঠকের মতামত

এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি ।

Kazi
১৬ জুন ২০২৪, রবিবার, ৩:০০ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status