দেশ বিদেশ
প্রতিবাদ
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারগত ৯ই জুন দৈনিক মানবজমিনের ৪নং পৃষ্ঠায় প্রকাশিত ‘চাঁপাইনবাবগঞ্জ জেল সুপারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. শরিফুল ইসলাম। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগকারী রেজাউল করিম বাবু আটটি মামলা নিয়ে কারাগারে আসেন। এর মধ্যে তিনটিতে তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। কারাগারে আসার পর সে নিজেকে ভিআইপি দাবি করেন নানা বিষয়ে নিয়মের বাইরে গিয়ে সুবিধা দাবি করেন। চাহিদামতো সুবিধা দিতে না পারায় তিনি এমন অভিযোগ করেছেন। এছাড়া প্রতিদিন দেখা সাক্ষাত, মোবাইলে কথা বলা ও প্রতিদিন বাড়ির খাবার না পাবার কারণে এবং তার অনৈতিক সুবিধা না দেয়ায় অভিযোগটিও বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর অনৈতিক দাবি মানা না হলে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেন।