অনলাইন
২৪ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৭ অপরাহ্ন

আসন্ন ঈদুল আজহায় কুরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকাবাসী ঈদের ২ দিনের মধ্যে কুরবানি সম্পন্ন করলে ভাল হয়। যেহেতু পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন তাই এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কুরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কুরবানির পশুর হাটের কারণে নগরে যানজট হবে না, সেব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে।
মেয়র আরও বলেন, নারী ও কূটনীতিকদের নামাজের অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।