ঢাকা, ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

ঘৃণার বিরুদ্ধে অবস্থান

বিনোদন ডেস্ক
১২ জুন ২০২৪, বুধবার
mzamin

কেন সাধারণ মানুষ এবং শিশুদের ওপর এই হামলা? সারা বিশ্বে যেভাবে ঘৃণা ছড়াচ্ছে তা আমার বোধগম্যতার বাইরে। ভারতের রিয়াসির জঙ্গি হামলার ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াংকা চোপড়া। তিনি প্রশ্ন তুলছেন কেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া ঘৃণার ঘটনায় বার বার বলি হতে হবে সাধারণ মানুষ এবং শিশুদের। গত রোববার জম্মু-কাশ্মীরে ফের একবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওইদিন রিয়াসির দিক থেকে জম্মুর কাটরায় বৈষ্ণা দেবী মন্দিরের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি বাস। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সেই বাসেই হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ১০ জনের, আহত ৩০ জনেরও বেশি। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে জঙ্গি গোষ্ঠীই এই হামলার পেছনে রয়েছে। এই প্রসঙ্গেই প্রিয়াংকা ইনস্টাগ্রামে একটি স্টোরি ভাগ করেছেন। তিনি লিখেছেন, বিধ্বস্ত আমি। নিরপরাধ তীর্থযাত্রীদের ওপর জঘন্য হামলা চালানো হয়েছে। কেন সাধারণ মানুষ এবং শিশুদের ওপর এই হামলা? সারা বিশ্বে যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, তা আমার বোধগম্যতার বাইরে। সবারই ঘৃণার বিরুদ্ধে অবস্থান নেয়া উচিত। তবে এই প্রথম নয়। সারা বিশ্ব জুড়ে চলা সন্ত্রাসের বিপক্ষে বার বার মত প্রকাশ করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রিয়াংকা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। রাফায় ইসরাইলি হানার পরই সমাজমাধ্যমে তিনি নিজের মত ব্যক্ত করেছিলেন। এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও তাকে দেখা গেছে পোল্যান্ডে গিয়ে উদ্বাস্তু পরিবারের শিশুদের সঙ্গে সময় কাটাতে। সেবারও শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। প্রাক্তন বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ইউনিসেফের সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে তিনি শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সংস্থার সঙ্গে।

পাঠকের মতামত

কাশ্মীরের বাসে হামলা গুরাটের ট্রেইনে আগুন দিয়ে মুসল্মানদের দোষ দিয়ে রাজনীতি করার নতুন সংস্করণ।

Ehsanul Habib
১২ জুন ২০২৪, বুধবার, ৯:২৮ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status