ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিবিধ

ফেনীতে আকিজ সিরামিক্স এর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

(১০ মাস আগে) ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৩:৫৫ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের সিরামিক টাইল্স এর জগতে এক নম্বর ব্র্র্যান্ড আকিজ সিরামিক্স এর আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন হলো দেশের অন্যতম  টাইল্স মার্কেট, ফেনীতে । পরপর পাঁচবার বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড ও সুপার ব্র্যান্ড অ্যাওয়াড অর্জন করা দেশের সেরা সিরামিক টাইল্স ব্র্র্যান্ড আকিজ সিরামিক্স "প্রমিজ অফ পারফেকশন" এর দৃঢ় প্রত্যয় নিয়ে বরাবরই ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণে-মানে সেরা ও নিত্যনতুন টাইল্স পণ্য বাজারে নিয়ে আসছে। এবার ক্রেতাসাধারণের সুবিধার্থে গত সোমবার, ৩ জুন ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায় আকিজ সিরামিক্স এর বিজনেস অ্যাসোসিয়েট "দিদার টাইলস এন্ড স্যানিটারী ” শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আকিজ বশির ˉপ এর অপারেশন্স ডিরেক্টর,  মোহাম্মদ খোরশেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্স এর জিএম সেলস মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের মার্কেটিং হেড মোঃ শাহরিয়ার জামান, হেড অব সেলস রোসা বিশ্বজিৎ পাল,"দিদার টাইলস এন্ড স্যানিটারী ” এর স্বত্বাধিকারী মুহাম্মদ দিদারুল আলম ভূইয়া  সহ আকিজ সিরামিক্স অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

অনন্য সাইজ এবং অত্যাধুনিক সব ডিজাইনের টাইল্স প্রোডাক্ট ডিসপ্লে দিয়ে সাজানো এই শোরুমগুলোতে গ্রাহকরা পাবেন সর্বো”চ সেবা। প্রশস্ত এ শোরুমে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল যা সম্মানিত গ্রাহকদের দেবে অসাধারণ লাইভ এক্সপেরিয়েন্স। উল্লেখ্য, সারা বাংলাদেশে ১২০ টিরও বেশি “স্টেট অব দ্যা আর্ট” লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম দিয়ে আকিজ সিরামিক্স নিশ্চিত করেছে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা। এর ফলে দেশের শহর, উপশহর, থানা পর্যায়ে সহ সব জায়গায় গ্রাহকদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে আকিজ সিরামিকস এর টাইলস পণ্য। সেই হিসেবে শোরুমের সংখ্যার দিক দিয়েও আকিজ সিরামিক্সই দেশের সবচেয়ে বড় টাইল্স কোম্পানি ও ব্র্র্যান্ড। তারই ধারাবাহিকতায় ফেনীর এই শোরুম উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিক্স আরও একধাপ এগিয়ে গেল।  (বিজ্ঞপ্তি)

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status