রকমারি
খবর পড়তে পড়তেই আস্ত একটা মাছি গিলে ফেললেন সাংবাদিক!
মানবজমিন ডিজিটাল
(৩ মাস আগে) ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৮ পূর্বাহ্ন
দিব্যি খবর পড়ছিলেন, এদিকে তাকে বিরক্ত করছিলো একটা মাছি। সেটির তোয়াক্কা না করেই বোস্টনভিত্তিক নিউজ চ্যানেলের একজন সাংবাদিক সরাসরি ওই মাছিটিকে গিলে ফেললেন। বোস্টন ২৫ মর্নিং- চ্যানেলের ওই পেশাদার সংবাদ উপস্থাপকের নাম ভ্যানেসা ওয়েল্চ। লাইভ সম্প্রচারের মাঝখানে একটি মাছি হঠাৎ বিনা আমন্ত্রণে উপস্থিত হয় স্টুডিওতে। তার মুখে, চোখে, নাকে বসে বিরক্ত করতে থাকে। কিন্তু তাতে দমবার পাত্রী নন ভ্যানেসা। সোজা মাছিটিকে গিলে ফেলে সব বিরক্তির অবসান ঘটান তিনি।
অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েও ভ্যানেসা ধৈর্য হারাননি। এমনকি ব্রেকও নেননি। তিনি খবর পড়া এমনভাবে চালিয়ে যান যেন কিছুই ঘটেনি - যা সত্যিকারের পেশাদারিত্বের প্রদর্শন।
ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেট ব্যবহারকারীরা বিস্ময়ের সাথে ভ্যানেসার ধৈর্য দেখে অভিভূত। কিছু দর্শক স্টুডিওয় অবাঞ্ছিত বস্তুর পরিচয় সম্পর্কে সন্দিহান ছিলেন। কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে, এটি একটি কালো মাছি বলে মনে হচ্ছে। অন্যরা আবার কালো বস্তুটিকে চোখের পাতা বলে অনুমান করেন।
ঘটনাটি টেলিভিশনের ইতিহাসে আরেকটি স্মরণীয় মুহূর্তকে স্মরণ করিয়ে দেয়, যখন ২০১৪ সালে স্কাই নিউজের রিপোর্টার অ্যাডাম বোল্টনও লাইভ সম্প্রচারের মাঝখানে একটি মাছি গিলেছিলেন। যদিও হতবাক বোল্টন তার রিপোর্ট পড়া থামাননি। প্রমাণ করেছিলেন যে কখনও কখনও, সাংবাদিকতার জগতে অবাঞ্চিত বস্তুর আগমন ঘটতে পারে। অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে একইভাবে পেশাদারিত্বের প্রতীক হয়ে উঠেছেন সাংবাদিক ভ্যানেসা ওয়েল্চ।
সূত্র : marca
এই সাদা চামড়া গুলা আসলেই খাচ্ছড়,এদের চামড়াটাই শুধু সাদা,এরা ভীষন রকম নোংরামির উস্তাদ। হাগু করে পানি ইউজ করে না।খাবার খেয়ে হাত ধুয় না,নোংরা জাতি