রকমারি
মাউন্ট এভারেস্টে 'ট্রাফিক জ্যাম', ২ পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা
মানবজমিন ডিজিটাল
(৩ মাস আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গতেও কিনা শেষপর্যন্ত ট্রাফিক জ্যাম! এমন দৃশ্য সত্যিই সচরাচর দেখতে পান না সাধারণ মানুষ। সম্প্রতি জানা গেছে যে, মাউন্ট এভারেস্টে ট্রাফিক জ্যাম হয়। এমনকি ভাইরাল হয়েছে এই ভিডিও। ২০ মে রাজন দ্বিবেদী তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। দেখা গেছে এভারেস্ট জয়ে মরিয়া একগুচ্ছ মানুষ একটি দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। যদিও নিউইয়র্ক পোস্টের মতে, বৃটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন এবং তার নেপালি শেরপা (গাইড) পেস্তেনজি বরফের আঘাতে আহত হন। চূড়া থেকে নিচের দিকে নামার সময় তারা বরফের আঘাত পান। পরিস্থিতি একটু ভালো হতেই তারা নীচের দিকে নামতে শুরু করেন। এরপর খারাপ আবহাওয়ার কারণে পর্বতারোহীরা আটকে পড়েন। একটা সময় এমন ছিল যখন মানুষ পাহাড়ে ওঠার কথা ভাবার আগেই ভাবত পড়ে গেলে কী হবে। কিন্তু এখন যাবতীয় ভয় কাটিয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় যেন জলভাতে পরিণত হয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত এভারেস্টের চূড়ায় পৌঁছতে পারতেন হাতে গোনা মাত্র কয়েকজন। কিন্তু এখন সেই সংখ্যা অনেকটা বেড়েছে। ভাইরাল হওয়া পোস্টটি অন্তত তেমনটাই বলছে। সাধারণভাবে এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এই সময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল। তবে অনেক পরিবেশবিদ এবং পর্বতারোহী এভারেস্টে ভিড়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এরই মধ্যে দুই পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ নামতে শুরু করার সময় থেকেই পিটারসন বা তার গাইডকে দেখা যায়নি। ১৬ সেকেন্ডের ভিডিওটি এখন পর্যন্ত ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। সেইসঙ্গে ভিডিওটি লাইক করেছেন হাজার হাজার মানুষ। সেই সঙ্গে ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন। একজন ব্যবহারকারী প্রতিক্রিয়া দিয়ে লিখেছেন, ‘অবশ্যই এভারেস্ট জয় আর বড় অর্জন নয়।’
সূত্র : এনডিটিভি