বিশ্বজমিন
ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দিচ্ছে স্পেন
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৩ অপরাহ্ন
ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরো মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে স্পেন। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাদ্রিদে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। ২০২৪ সালেই এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে চুক্তির এ বিষয়টি নিশ্চিত করেছে পেদ্রো সানচেজ।
এই চুক্তির মাধ্যমে অন্তত আগামী এক দশক লাভবান হবে ইউক্রেন। এক্ষেত্রে দেশটির আকাশ ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় আধুনিক অস্ত্র দেয়া হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে ইউক্রেনের সমুদ্রসীমা সুরক্ষায় বেশ কিছু বিষয় এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সাংবাদিকদের সামনে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। ইউক্রেনের খাদ্য আমদানিতে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়েও চুক্তি হয়েছে বলে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী।
পেদ্রো সানচেজ বলেছেন, এই চুক্তির ফলে ইউক্রেন তাদের বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের শহর এবং স্থাপনা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবে। সম্প্রতি ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল খারকিভে রুশ হামলায় একটি গুদাম ঘরে আগুন লেগে ১৬ জন নিহতের ঘটনা উল্লেখ করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, সপ্তাহান্তে সেখানের মানুষ রুশ হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই চুক্তিতে বেসামরিকদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়েছে।
১০ মে ইউক্রেনের খারকিভে হামলা জোরদার করে রাশিয়া। এতে বেশ বেকায়দায় পড়ে ইউক্রেনের সেনারা। তখন টেলিগ্রামের এক বার্তায় ইউক্রেনের সামরিক প্রধান আলেকজান্ডার সিরস্কি স্বীকার করেছেন যে রুশ হামলায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিয়েভের যোদ্ধারা। রাশিয়া খারকিভের বেশ কয়েকটি এলাকা দখলে নিয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। এমন পরিস্থিতিতে জেলেনস্কির মাদ্রিদ সফর ইউক্রেনের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।