বিশ্বজমিন
রাফায় ৪৫ জনকে পুড়িয়ে মেরেও সেখানে হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর
মানবজমিন ডেস্ক
(৬ মাস আগে) ২৮ মে ২০২৪, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন
ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত রোববার রাফায় একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হন। এই ঘটনায় বৈশ্বিক চাপের মধ্যেও গাজায় হামাস নির্মূলের নামে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তেল আবিবের ওই হামলায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলেও তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইসরাইলের রোববারের হামলায় বৈশ্বিকভাবে নিন্দার ঝড় উঠলে নেতানিয়াহু বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে চালিয়ে দেন। তিনি বলেছেন, আমরা বেসামরিকদের সুরক্ষার বিষয়ে সতর্ক ছিলাম। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে বলেও দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার রাফা ইস্যুতে আলজিয়ার্সের সঙ্গে জরুরি বৈঠক করবে জাতিসংঘ। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরা বলেছেন, রাফায় এমন নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারা হয়েছে যারা সেখানে আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। তিনি বলেছেন এখন গাজায় বেসামরিকদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। বিবৃতিতে তিনি ইসরাইলকে গাজায় এই ভয়ঙ্কর কার্যাকলাপ বন্ধের আহ্বান জানান।
রোববারের হামলার পর নেতানিয়াহু বলেছেন, আমরা রাফা থেকে ইতোমধ্যেই প্রায় দশ লাখ বেসামরিক বাসিন্দা সরিয়ে নিয়েছি। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত রাফায় কিছু ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। হামলার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন নেতানিয়াহু।
বিশ্ব মানবতার নিকৃষ্ট দুষমনরা এমন জঘণ্য অপরাধ কি করেই যাবে? এদেরকে রোখার কি কেউ নেই?
How come? Is he a human being!!
মানবতার দুষমন এই ইসরায়েল।