ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

‘বাবাই আমার গানের সব থেকে বড় সমালোচক’

স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৪, মঙ্গলবার
mzamin

ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে পথ চলা শুরু নাসরিন আক্তার বিউটির। লালন ও ফোক গান গেয়ে শ্রোতাদের তাক লাগিয়েছিলেন তিনি। পেয়েছিলেন লালনকন্যা উপাধি। এরপর থেকেই নিয়মিত স্টেজ শো ও নতুন গান করে চলেছেন তিনি। স্বামী ও দুই সন্তান নিয়ে বিউটির সুখের সংসার। পাশাপাশি চলছে গান। তবে তার সংগীতশিল্পী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় অবদান বিউটির বাবার। এখনো ঢাকায় এলেই বিউটির সঙ্গে চলে বাবা মজিবর রহমানের একসঙ্গে গান গাওয়ার আসর। মেয়ের গানের বড় সমালোচকও তিনি। সুযোগ পেলেই এখনো শেখান তিনি বিউটিকে। নিজের গানের ক্যারিয়ারে বাবার অবদান প্রসঙ্গে এ গায়িকা বলেন, আজ এই বিউটি হওয়ার পেছনে হয়তো অনেকেরই অনেক অবদান রয়েছে। কিন্তু নিঃসন্দেহে আমার বাবার অবদান সবথেকে বেশি। কেন না শুরুটা হয়েছিল বাবার হাত  ধরেই! গান শেখার ক্ষেত্রে আমার বাবাই ছিলেন আমার সবথেকে বড় প্রেরণা। বাবার সঙ্গে গানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে বিউটি বলেন, বাবা যখনই ঢাকায় আসেন, এখনো নিয়ম করে বাবার বাজানো হারমোনিয়ামের সঙ্গে গান গাইবার লোভটা সামলাতে পারি না। ঠিক যেমনটা ছোট বেলায় করতাম। এজন্যই বাবা যখনই ঢাকায় আসেন বাবা-মেয়ের গানের আসর এভাবেই শুরু হয়। যেখানে বাবা গুরু আর আমি তার শিষ্য। এখন পর্যন্ত আমার গানের সবথেকে বড় সমালোচক আমার বাবাই। সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু এখনো আমার বাবার আমাকে ধরে ধরে গান শেখানোর অভ্যাসটা রয়ে গেছে। তাই সুখ স্মৃতির এই মুহূর্তটাকে স্মৃতির পাতায় বন্দি করে রাখলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ্ পাক আমার বাবাকে দীর্ঘ জীবন দান করেন এবং সর্বদা সুস্থ সবল রাখেন।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status