রকমারি
৩৩ বছর পর হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন বৃটিশ কলাম্বিয়ার এক ব্যক্তি
মানবজমিন ডিজিটাল
(৪ মাস আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৪:০৪ অপরাহ্ন
বৃটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার দ্বীপের কমক্স মেরিনায় বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিলো ১৪ বছরের এক কিশোর। হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে তার হাতে আসে একটি মানিব্যাগ, যা ৩৩ বছর আগে হারিয়ে গিয়েছিলো। জানা গেছে মানিব্যাগটি নিক চৌধুরীর। তিনি ১৯৯১ সালে কমক্স মেরিনায় মাছ ধরছিলেন, মানিব্যাগটি রেখেছিলেন একটি পাথরের উপর। হঠাৎ করে সেটি পানিতে পড়ে যায়। কমক্স ভ্যালি রেকর্ডকে নিক বলেন, ‘মানিব্যাগটি পড়ে যাবার পর আমি অনেক খুঁজেছি। কিন্তু মানিব্যাগের কোনও চিহ্ন পায়নি। সেখানে আমার সবকিছু ছিল: আমার জন্ম শংসাপত্র, স্ট্যাটাস কার্ড, সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড সবকিছু।’
চৌধুরী অবশেষে অনুসন্ধান ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। তিনি কয়েক সপ্তাহ পরে অন্য একটি মানিব্যাগ কিনেছিলেন। এই মাসে রহস্যের অবসান ঘটে যখন নিক চৌধুরী বিল লি নামে একজন ব্যক্তির কাছ থেকে একটি ফেসবুক বার্তা পেয়েছিলেন, যার ১৪ বছর বয়সী ছেলে জেমি কমক্স মেরিনায় মাছ ধরার সময় দীর্ঘদিনের পুরনো মানিব্যাগটি আবিষ্কার করেছিলো। মানিব্যাগের মধ্যে থাকা জিনিসগুলো অক্ষত ছিল। সমস্ত নথিগুলি আবিষ্কার করার পরে সেটিকে শনাক্ত করতে তার বাবাকে সাহায্য করেছিল জেমি। ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া সাধের মানিব্যাগটি খুঁজে পেয়ে এখন উচ্ছসিত নিক চৌধুরী। বলছেন, ‘আগে আমি সমুদ্রের বুকে যাবার সময় মানিব্যাগ পকেটে রেখে ঘুরতাম, এখন আর সেটিকে নিয়ে যাই না বরং সব মূল্যবান সামগ্রী গাড়িতে রেখে যাই।’
সূত্র : upi.com