রাজনীতি
সাবেক আইজিপি বা সেনাপ্রধান দোষী হলে সরকার বাঁচাতে যাবে না: কাদের
অনলাইন ডেস্ক
(৬ মাস আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
কেউ দোষী সাব্যস্ত হলে তাকে রক্ষা করতে যাব না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তিনি সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও। শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার যেকোনো অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে। শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। কেউ পার পাবে না। তিনি বলেন, কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাব না। সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই হোক না কেন। সরকার কাউকে প্রটেকশন দেবে না।
আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে। কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কি না। শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে কাদের বলেন, তার মানসিক ট্রমা ভয়ংকর পর্যায়ে। তারা নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ। এখন এদিকও নেই, ওদিকও নেই। এখন তো বন্ধুরা এসেও তাদের উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে নাস্তা করতো। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবেন, সে স্বপ্নও এখন শেষ।
এ সরকারের আমলে কোনো নিরীহ মানুষ কোনো প্রকার হয়রানি, জেলজুলুমের মুখোমুখি হয়নি দাবি করে তিনি বলেন, অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা অপরাধীই। তাদের বিএনপি বলে আটক করা হয়নি। আটক করা হয়েছে খুন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
গাছের ফল বা মধু খাওয়া শেষ এটা কেটে লাকরি বানিয়ে উনুনে জ্বালানো আওয়ামী স্বভাব। নতুন ফল আর মধু খেতে আবার নতুন চারা রোপন করা হবে। অতএব নব ফলাদি চারারা সাবধান। ফল দেয়ার পর উনুনের খড়ি হতে।
ওরা অদৃশ্য শক্তি কারনে বেঁচে যাবে ১০০%
অবশ্যি এখনতো ওরা অবসরপ্রাপ্ত।ওদের দিয়েতো কোনো কাজ হবে না।
আপনারা বাঁচানোর কে? বদ অভ্যাস ত্যাগ করেন ।
''আমাকে ব্যবহার করুন'' এই লিখাটি প্রায়শই রাস্তার বর্জাধারে লাল হরফে লিখা থাকে কেন?
কাক্কু আপনি যেই দলটা করেন!এই দলের নেতা ও আর্শিবাদ পুষ্ট সকলেই টাকার ক্ষনির মালিক।আপনিও এর বাইরে না।এই সব টাকাই জনগনের।
আপনারা ডাকাতি করতে দিয়েছেন তো এখন দায় নিবেন না কেন?