রাজনীতি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলা
স্টাফ রিপোর্টার
(৭ মাস আগে) ২২ মে ২০২৪, বুধবার, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। তারা রড-চাপাতি-রামদা-হকিস্টিক দিয়ে শ্রাবণকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়।
শ্রাবণ অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা শ্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়।
এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সরকার গোটা দেশকে রক্তাক্ত করছে। রক্ত পিপাসু সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছে । নারী পুরুষসহ সমাজের তরুণ সমাজ আজ তাদের দ্বারা আক্রান্ত। তারা গণতন্ত্রকামী সৈনিকের রক্ত ঝরিয়ে উল্লাস করছে। কিন্ত হামলা করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন থামানো যাবে না। সবকিছুরই একদিন বিচার হবে। তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন।