বিশ্বজমিন
রইসিকে যেভাবে শেষ বিদায় জানাচ্ছে ইরান
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ১:৫৪ অপরাহ্ন

প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ইরান। তার মৃত্যুতে ৫ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এরই মধ্যে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তাবরিজে জড়ো হয়েছে হাজার হাজার জনগণ। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে রইসির মৃতদেহ নিয়ে যাওয়া হবে ইরানের পবিত্র নগরী কোমে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক সাক্ষাৎকারে দেশটির প্রশাসনিক কর্মকর্তা মহসিন মানসুরি জানিয়েছেন, বর্তমানে রইসির মৃতদেহ তাবরিজ শহরে রয়েছে। রইসির সাথে নিহত অন্যান্যদের জানাজাও সেখানে অনুষ্ঠিত হবে। কোমের পর বুধবার ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় আয়োজনে রইসিকে চির বিদায় জানাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। এই দিনটিকে ইরানে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
মানসুরি আরো জানিয়েছেন, তেহরানে তৃতীয় জানাজা শেষে বৃহস্পতিবার সকালে রইসির মৃতদেহ দক্ষিণ খোরসান প্রদেশের বিরজান্দে নিয়ে যাওয়া হবে। পরে সর্বশেষ ১৫ বছর বয়সে যে মাশহাদ ছেড়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সেই মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।