অর্থ-বাণিজ্য
চলতি মাসেই তারল্য সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি আইসিবি ইসলামিক ব্যাংকের
অর্থনৈতিক রিপোর্টার
২১ মে ২০২৪, মঙ্গলবারচলতি মে মাসের মধ্যেই চলমান তারল্য সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি দিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নির্বাহী পরিচালক (সিইও) মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ। মানবজমিনের কাছে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে এমডি বলেন, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সকলের অবগতির জন্য জানাতে চাচ্ছে যে, ১৪ই মে ২০২৪ তারিখ অনুযায়ী এ বছরে ব্যাংক থেকে সর্বমোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন হয়েছে। এই ব্যাংকের ইতিহাসে এত স্বল্প সময়ের মধ্যে এইবারই প্রথম এত পরিমাণ টাকা গ্রাহকদের কর্তৃক উত্তোলিত হয়েছে। এই স্বল্প সময়ে গ্রাহকদের কর্তৃক অনেক পরিমাণ টাকা উত্তোলনের কারণে সাময়িক যে তারল্য সংকট হয়েছে তা অতিক্রম করার লক্ষ্যে ব্যাংক ম্যানেজমেন্ট ও স্টাফরা সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি সামলে ওঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের
সাহায্য চেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। তাই এই মাসের মধ্যেই এই পরিস্থিতি সামলে ওঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মুহাম্মদ শফিক বিন আবদুল্লাহ বলেন, এই স্বল্প সময়ের জন্য আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলের জ্ঞাতার্থে আমরা আরও জানাতে চাচ্ছি যে, আইসিবি ইসলামিক ব্যাংকের সময়ে ঋণ প্রদানে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতায় এ মাসের মধ্যেই আমরা আমাদের বর্তমান তারল্য সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।