ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করতে ইউপি সদস্যদের চেয়ারম্যানের হুমকি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৮ মে ২০২৪, শনিবার

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ তার ইউনিয়নের ইউপি সদস্যের নির্দেশ দিয়ে বলেন, যদি মেম্বারি করতে হয় আমুর নির্দেশনার বাহিরে এক পা যেতে পারবেন না এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি স্কুলের মধ্যে আলোচনা সভায় গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বলেন, ‘এখানে যারা আছেন তারা শোনেন আলহাজ আমির হোসেন আমু কি জিনিস সেটা আমার থেকে কেউ ভালো জানেন না। আগামী ২০শে মে পর্যন্ত এরপর সব ঠাণ্ডা। যারা যারা আওয়ামী লীগ আছেন, আলহাজ আমির হোসেন আমুর কমিটির লোক আছেন। এবং আমার ইউনিয়নের মেম্বার সাহেবদেরও বলি যদি মেম্বারী করতে হয় আর আপনাদেরও যদি সংগঠন করতে আমুর নির্দেশনার বাহিরে এক পাও কেউ যেতে পারবেন না। আমাকে চেয়ারম্যান সে বানিয়েছে এখনো ২ বছর ২ মাস আছি আর ২৯ তারিখে ঘোড়া মার্কায় ভোট দিবো।’ সম্প্রতি গালুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি রুমে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কোনো প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সরাসরি এ ধরনের হুমকি দিতে পারেন না। তবে ইউপি চেয়ারম্যান পারভেজ তার খামখেয়ালি মতো সবকিছু করছে তার নির্দেশনার বাহিরে কেউ যেতে পারে না। তিনি যখন নির্বাচন করছেন তখনও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে সরিয়ে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলার গালুয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ অস্বীকার করে বলেন, আমি এরকম কোনো বক্তব্য দেয়নি। আলহাজ আমির হোসেন আমুর বিষয় বেশি জাইনেন না, রাখি আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেন। এরপর তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।   এ বিষয়ে গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু গাজী বলেন, আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান) জিয়া হায়দার খান লিটনের পক্ষে কাজ করার জন্য গালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীদের নিয়ে আলোচনা সভা করি সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status