ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

আবার পয়েন্ট খোয়ালো লিভারপুল, ক্লপের সঙ্গে সালাহর বাকযুদ্ধ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৮:১০ অপরাহ্ন

mzamin

ম্যানচেস্টার সিটিকে টপকে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া করলো লিভারপুল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট খুইয়ে শিরোপা লড়াইয়ের দৌড়ে আরও পিছিয়ে পড়লো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একই সঙ্গে মোহাম্মদ সালাহ আর ক্লপের তর্কে জড়ানোর ঘটনাও ঘটে এই ম্যাচে। 
গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিভারপুল। লীগে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পয়েন্ট হারাল লিভারপুল। হার ও ড্র দুটি করে, জয় একটি। এর মধ্যে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নেয় অ্যানফিল্ডের দলটি। এই ড্র’র পর ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে অলরেডরা। দুই ম্যাচ কম খেলে দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৭৪। আর ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। 
ম্যাচের ৪৩তম মিনিটে গোল হজম করে লিভারপুল। স্বাগতিকদের এগিয়ে দেন জ্যারড বোয়েন।

বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলকে সমতায় ফেরান অ্যান্ডি রবার্টসন। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়েও যায় তারা। তবে আন্তোনিওর গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিন লিভারপুলের শুরুর একাদশে ছিলেন না ইয়ুর্গেন ক্লপ। ম্যাচের ৭৯তম মিনিটে লুইস দিয়াজকে উঠিয়ে সালাহকে মাঠে নামান ক্লপ। তবে তার দুই মিনিট আগেই মাঠে নামার জন্য দাড়িয়ে ছিলেন সালাহ। কিন্তু মাঠে খেলা চলতে থাকায় তাকে অপেক্ষা করতে হয়। এরই মধ্যে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। তখন সম্প্রচারের ক্যামেরা সালাহর দিকে গেলে দেখা যায় ক্লপের সঙ্গে উত্তেজিতভাবে তর্ক করছেন তিনি। মূলত মাঠে নামার আগে সালাহকে কিছু একটা বলতে গিয়েছিলেন ক্লপ, তবে তাতে বাজেভাবে রিয়্যাক্ট করেন সালাহ।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status