ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আনোয়ারা ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাবেয়া খাতুন (৬৭) নামের এক বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. মুনির উদ্দিনের বিরুদ্ধে। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মুনির উদ্দিন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাবেয়া খাতুন। তিনি জানান, ২২ সালের ২রা মার্চ ইউপি সদস্য মুনির উদ্দিন আমাকে বয়স্ক ভাতা  দেয়ার কথা বলে আমার নামে  রেজিস্ট্রেশন করা সিম ও আইডি কার্ড নেন। বিগত দুই বছর ধরে তার কাছে আমার বয়স্ক ভাতা হয়েছে কিনা জানতে চাইলে তিনি হয়নি বলে জানান। পরবর্তীতে আমি পুনরায় অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করলে চলতি মাসের ১৬ই এপ্রিল আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলে। এরই মাঝে গত ১৮ই এপ্রিল সমাজসেবা অফিসে এসে জানতে পারি ২২ সালের এপ্রিল থেকে আমার নামে বয়স্ক ভাতা চালু হয়েছে। যে টাকাগুলো যাচ্ছে ইউপি সদস্য মুনির উদ্দিনকে দেয়া আমার সিমে। এ বিষয়ে বৃদ্ধার ছেলে মো. শফি জানান, সমাজসেবা অফিস থেকে খবর পেয়ে আমি ইউপি সদস্য মুনিরের সঙ্গে যোগাযোগ করে আমার মায়ের সিমটা উদ্ধার করি এবং সিমটার একাউন্ট চেক করে ৩ হাজার ৬শ টাকা পাই।

বিজ্ঞাপন
কিন্তু সমাজসেবা অফিসের বক্তব্য অনুযায়ী গত ২ বছরের টাকা থাকার কথা ছিল সিমে।

  তিনি আরও বলেন, সিমটা নেয়ার সময় নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ নিয়েছিলেন ইউপি সদস্য মুনির উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিন জানান, কয়েকদিন আগে রাবেয়া খাতুন এবং তার ছেলেসহ আমার কাছে আসছিল। রাবেয়া খাতুনের নামে  রেজিস্ট্রেশনকৃত একটি নাম্বারে ২০২২ সাল থেকে ভাতা চালু আছে এবং সময়মতো সে নাম্বারে ভাতা পাঠানো হচ্ছে। মুনির উদ্দিনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি মহিলাটির কাছ থেকে সিম নিয়েছিলাম। কিন্তু সিমটা  যেভাবে নিয়েছিলাম ওভাবেই ছিল। তাছাড়া আমার কাছে তার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল না যে আমি তার টাকা উত্তোলন করবো। টাকা উত্তোলন করলে তো সিমে মেসেজ থাকবে। দুই বছর আগে বয়স্ক ভাতা চালু হলেও এতদিন বৃদ্ধাকে না জানানোর বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বলেন, আসলে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাই ভাতা চালু হওয়ার বিষয়টি আমি জানতাম না।  এদিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ২২ সালের ১৮ই জুলাই বৃদ্ধার  রেজিস্ট্রেশনকৃত সিমে বয়স্ক ভাতার ১ম পেমেন্ট যায় এবং সর্বশেষ পেমেন্ট যায় চলতি বছরের ১১ই মার্চ। এ পর্যন্ত  এই সিমে ভাতার ৮টি পেমেন্ট পাঠানো হয়েছে বলেও জানা যায়। রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, একজন বয়স্ক মহিলা ভাতার টাকা আত্মসাৎ করা এটা একটা অত্যন্ত খারাপ কাজ। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা  নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, এরকম অভিযোগ এখনো আমার হাতে আসেনি। হাতে আসলে তদন্ত করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status