ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বাসা ভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৬

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

ঢাকার নবাবগঞ্জের বড় বলমন্তচর এলাকায় গরু ডাকাতির ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন-  উপজেলার সমসাবাদ এলাকার মো. খোরশেদের ছেলে মো. শান্ত (২৫), সাদাপুরের মৃত বাবুল মিয়া বাবুর ছেলে মো. অনিক ওরফে কালু (২৮), কান্দ্রামাত্রা গ্রামের শেখ খলিলের ছেলে সুমন (৪০), বলমন্তচর গ্রামের মো. হাতেম আলীর ছেলে মো. রুমান (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চানপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে মো. আমিনুর এহসান (৪৮) ও ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেন এর মৃত মো. রশিদ মিয়ার ছেলে মো. সোহেল আজিজ (৪৫)। সংবাদ সম্মেলনে এএসপি আশরাফুল আলম জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে ৬-৭ জনের একটি ডাকাত দল বলমন্তচর গ্রামের খোরেশদ আলমের বাড়িতে হানা দেয়। এ সময় তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে দুটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় মামলা করে ভিকটিম খোরশেদ আলম। দায়েরকৃত মামলার সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলমের তত্ত্বাবধানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জালালের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফর রহমান, এসআই শ্যামলেন্দু ঘোষ ও এএসআই মো. তারেক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে ডাকাতির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি দা, লুণ্ঠিত গরুর বহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি ও দুই গরু উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
পুলিশ জানায়, স্থানীয় সোর্সের মাধ্যমে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ডাকাতির পরিকল্পনা করে থাকে ওরা। কোরবানি ঈদকে সামনে রেখে তারা আরও সক্রিয় হয়ে ওঠে। গত বুধবার দিবাগত রাতে নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার সূত্র ধরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এমন তথ্য পায় পুলিশ। এ ঘটনায়ও গ্রেপ্তারকৃত রুমানও একসময় ভিকটিম খোরশেদ আলমের বাসায় ভাড়াটিয়া ছিলেন। সেখানে থাকাবস্থায় চক্রের সদস্যদের সঙ্গে তিনি এ ডাকাতির পরিকল্পনা করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এএসপি আশরাফুল আলম।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status