ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে ফ্রি হজ প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৮ মে ২০২৪, বুধবার

হজ যাত্রীদের পবিত্র হজ পালন সহজতর করার লক্ষ্যে মৌলভীবাজারে দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে কোর্সটি মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১২৫ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। এছাড়ার অংশগ্রহণকারীর সাথে আসা আরও শতাধিক আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকাল সোয়া ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলমান প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ, উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন।

প্রশিক্ষক তানভির হোসাইন হজ প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন বাংলাদেশের একজন হজ যাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন। কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার কারণে হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন। হজ পালনে সমস্যা দেখা দেয়। ক্ষেত্রবিশেষ হজ পালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশ থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজপালন অনেকটা সহজ হয়ে যায়। 
প্রশিক্ষণ পরবর্তী ট্রাস্টের অন্যতম পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও হজ যাত্রীদের হাতে হজ পালনকালে প্রয়োজনীয় জিনিস উপহার হিসেবে তুলে দেন ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারের উপ-পরিচালক, মোঃ ফারুক আলম।

বিজ্ঞাপন
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর সভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক  সৈয়দ সেলিম হক। টাস্ট্রের পরিচালক সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক বুলবুল, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী সৈয়দ আজিজুল ইসলাম তোহেল সহ অন্যান্যরা। 
 

পাঠকের মতামত

মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর উদ্যোগ। আয়োজকদের ধন্যবাদ জানাই।

ছালেহ আহমদ সুহাইল
৮ মে ২০২৪, বুধবার, ২:৪৫ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status