প্রথম পাতা
নিজেদের দাওয়াত দিতে আর্জি সংসদীয় কমিটির
কাজী সোহাগ
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারবিভিন্ন অনুষ্ঠানে নিজেদের আমন্ত্রণ জানানোর জন্য লিখিতভাবে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এতে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন অনুষ্ঠানে সংসদীয় কমিটির সভাপতি এবং সদস্যগণকে আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়। কমিটির এ ধরনের সুপারিশে লিখিত জবাব দিয়েছে মন্ত্রণালয়। সেখানে তারা বলেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে (আন্তর্জাতিক নারী দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন, বেগম রোকেয়া দিবস উদ্যাপন ও বেগম রোকেয়া পদক প্রদান, জয়িতা পদক প্রদান এবং জাতীয় শিশু প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান) সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সদস্যগণকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প,কর্মসূচি/কার্যক্রমের জাতীয় পর্যায় ও মাঠ পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে সংসদীয় কমিটির সভাপতি এবং সদস্যগণকে আমন্ত্রণ জানানো হয়। ভবিষ্যতেও এ সকল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংসদ সচিবালয় জানিয়েছে, কোনো কমিটির পক্ষ থেকে এ ধরনের সুপারিশ অনেকটা বিরল। অতীতে এ ধরনের সুপারিশ হয়েছে কি না তা জানা নেই। কমিটির সভাপতির দায়িত্বে আছেন বেগম সাগুফতা ইয়াসমিন। সদ্যরা হলেন, সিমিন হোসেন (রিমি), মো. আব্দুল আজিজ, শাহিদা তারেখ দীপ্তি, সৈয়দা জাকিয়া নূর, পারুল আক্তার, মোসা. তাহমিনা বেগম, মোহাম্মদ জিল্লুর রহমান, রেজিয়া ইসলাম ও সাবেরা বেগম। ২৫শে ফেব্রুয়ারি সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে নিজেদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই সুপারিশের জবাব দেয় গত ২৩শে এপ্রিলে অনুষ্ঠিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে। এদিকে সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার কথা বলা হয়। কমিটির এ ধরনের সুপারিশকে সাধুবাদ জানিয়েছে মন্ত্রণালয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেন (রিমি) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার বিষয়ে সহমত জানানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সদস্যদের ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীর বরাবর প্রথম সভা থেকে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত দেয়ার জন্য সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন। পরে সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে লিখিতভাবে জানানো হয় যে, সুপারিশ মোতাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত সম্মতি জ্ঞাপনের জন্য সার-সংক্ষেপ প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, অতিরিক্ত সচিব মিজ রওশন আরা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মিজ কেয়া খান, জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক আফজালুর রহমান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
women
লজ্জা! কোনো সন্মানিত ব্যক্তি কখনও কারো থেকে দাওয়াত চেয়ে নেয় না। তাও আবার চেয়েছে লিখিত আকারে । কি আর বলার আছে !