রাজনীতি
সোহেল-জুয়েলের মুক্তির দাবিতে কাকরাইলে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৮:২১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবিতে কাকরাইলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র নেতৃত্বে কাকরাইল মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, জসিম উদ্দিন সম্রাট, ঢাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসানুর রহমান হাসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক ডালিম সিকদার, সদস্য শাহাদাত হোসেন মারুফ, রেজাউল করিম রেজা, নুর ইসলাম, মের্শেদ আলম বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সভাপতি তারেক, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আতিক-সহ নেতৃবৃন্দ।