ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সাক্ষী হওয়ায় যুবককে পিটিয়ে হত্যা করলো ইভটিজাররা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

মাদ্রাসায় যাওয়ার পথে ইভটিজিং করায় বখাটেদের বিরুদ্ধে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এক ছাত্রীর পিতা। ওই অভিযোগে ইভটিজারদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন মুন্না। এতেই ক্ষুব্ধ হয় ইভটিজাররা। গত বুধবার মুন্নাকে একা পেয়ে বেধড়ক মারধর করে ওই সংঘবদ্ধ ৫-৬ বখাটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়। ঘটনাটি নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের। মুন্না চাতলপাড় গ্রামের পল্লী চিকিৎসক খুরশিদ আলমের ছেলে। পরিবারের অভিযোগ, চাতলপাড় ইউনিয়নের ইকরা দারুল কোরআন বালিকা মাদ্রাসার ছাত্রীদের স্থানীয় কয়েকজন যুবক ইভটিজিং  করতেন। প্রতিবাদ করায় মাদ্রাসার শিক্ষকদেরও হুমকি-ধামকি দিতেন তারা।

বিজ্ঞাপন
এক মাস আগে কয়েকজন ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে রতনপুর গ্রামের মো. আলামিন ও মাসুম মিয়াসহ পাঁচ-ছয়জন যুবক ইভটিজিং করেন। এক ছাত্রীর অভিভাবক সুমন মিয়া চাতলপাড় পুলিশ ফাঁড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে মুন্নাকে দ্বিতীয় সাক্ষী করেন তিনি। এতে ক্ষুব্ধ হন ইভটিজাররা। গত বুধবার স্থানীয় চকবাজারে মুন্নাকে একা পেয়ে পাঁচ-ছয়জনের একটি দল হামলা করে। এ সময় মুন্নার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে আহত করে। গুরুতর আহত মুন্নাকে প্রথমে  কিশোরগঞ্জের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা জাতীয় হৃদ‌রোগ ইনস্টিটিউটে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার মুন্না মারা যান। ওই ঘটনায় থানায় অভিযোগকারী সুমন মিয়া বলেন, অভিযুক্তরা সব সময় মাদ্রাসায় আসা-যাওয়ার সময় মেয়েদের খারাপ অঙ্গভঙ্গি করতো। তাই আমি লিখিত অভিযোগ  দেই। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন বলেন, স্থানীয় মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগ এনে সুমন মিয়া নামে এক অভিভাবক লিখিত অভিযোগ দেন। পরে বিষয়টি তদন্ত করতে যাই। তদন্তে ঘটনার সত্যতা পাইনি। মিথ্যা সাক্ষী হওয়ার কারণে মুন্নাকে মারধর করে এলাকার বখাটে যুবক আলামিন, মাসুমসহ কয়েকজন যুবক। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তিও হয়। শুনেছি মুন্না ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা বলেন, ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় তদন্ত দেয়া হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে কোনো সত্যতা মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

 

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status