ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের ১১ প্রশ্ন আইনমন্ত্রী জানালেন আলোচনায় তারা সন্তুষ্ট

স্টাফ রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

এখন থেকে যেকোনো কারখানায় শ্রমিক ইউনিয়ন (ট্রেড ইউনিয়ন) গঠন করা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া শ্রম আইন নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল। সোমবার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল মূলত বাংলাদেশের শ্রম আইন, শ্রমিকদের অধিকার এবং তা নিয়ে আমরা কী কাজ করছি, তা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে। তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, শ্রমিক আইনের যে সংশোধন হচ্ছে, তার বর্তমান পরিস্থিতি কী। ১১টি বিষয়ে তাদের জানার ইচ্ছা ছিল এবং কতোটুকু অগ্রগতি হয়েছে, তা জিজ্ঞাসায় ছিল। তাদের প্রথম জিজ্ঞাসা ছিল, থ্রেসহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) নিয়ে। অর্থাৎ ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে কতো শতাংশ শ্রমিক প্রয়োজন, সেটা নিয়ে। প্রথমে ২০১৬ সালের দিকে ৩০ শতাংশ ছিল। ২০১৭ সালে যখন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে যাই, তখন এই থ্রেসহোল্ড ২০ শতাংশে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছিল।

বিজ্ঞাপন
তখন আমি বলেছিলাম, এটা আমরা আরও কমাবো। তবে সেটা ধীরে ধীরে। এবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নিয়ে আসবো। কিন্তু সেখানে একটা শর্ত ছিল। এটা শুধু যেসব কারখানায় তিন হাজার বা তার চেয়ে বেশি শ্রমিক কর্মরত তাদের জন্য প্রযোজ্য হবে।
কিন্তু সেই সীমাও উঠিয়ে দেয়া হয়েছে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, শ্রম আইন নিয়ে যখন সমস্যা হয়েছিল, রাষ্ট্রপতির কাছ থেকে ফেরত আনা হয়েছিল। পরের আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সবার জন্য করবো, কোনো সীমা থাকবে না। সেটাও আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রমিক আইন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ যেটা হচ্ছে সেখানে প্রযোজ্য হবে। আগে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন লেবার অ্যাক্টে প্রযোজ্য হওয়ার কথা ছিল। সেই সংশোধনী আমরা করেছি। যে ১১টি বিষয় তারা জানতে চেয়েছিল, তাতে এগুলো ছিল। শ্রমিকদের অধিকার দেয়ার ক্ষেত্রে কোন দেশ থেকে কী পাওয়া হচ্ছে সেটা বিবেচনায় নেয়া হচ্ছে না বলে জানান আনিসুল হক। তিনি বলেন, কোনো দেশ আমাদের কী দেবে, আর কী দেবে নাÑ সেটার ওপর নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তা-ভাবনা করবো না। সব সময় শ্রমিকদের অধিকার যা আছে, তার থেকে বেশি যাতে তারা পায় এবং অধিকার বাস্তবায়ন করা। তারা যাতে সেটা ভোগ করতে পারে। তা এই সরকার নিশ্চিত করবে। 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status